'সবজান্তা'র ফাইনাল পর্বগুলো দেখা যাবে বুধ ও বৃহস্পতিবার দুপুর ২টা ও রাত সাড়ে আটটায়।
Published : 28 Feb 2024, 04:09 PM
প্রশ্ন আর ধাঁধার যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সারাদেশ থেকে বাছাই করা ৬৪ দলের মধ্যে সেরা দুই দল পৌঁছে গেছে দুরন্ত টিভির স্কুলভিত্তিক কুইজ-শো 'সবজান্তা'র ফাইনালে।
চূড়ান্ত পর্বে এসেছে ঢাকার হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
অভিনেতা সাজু খাদেমের সঞ্চালনা এবং পার্থ প্রতিম হালদারের পরিচালনায় কুইজ শো 'সবজান্তা'র ফাইনাল পর্বগুলো দেখা যাবে বুধ ও বৃহস্পতিবার দুপুর ২টা ও রাত সাড়ে আটটায়।
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার-আপ এবং তৃতীয় স্থান জয় করা দলকে দেওয়া হবে দুরন্ত টেলিভিশন থেকে এক বছরের শিক্ষাবৃত্তি, সনদ, দুরন্ত স্মারক এবং বই।
'সবজান্তা' কুইজ-শো'তে অংশ নেওয়া দলগুলো তৈরি হয় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে।
প্রতিযোগীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, বুদ্ধির খেলা, বাংলাদেশের ইতিহাস, খেলাধুলা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে উত্তর দিয়ে পাড়ি দিতে হয় পাঁচটি রাউন্ড।