‘সালার’ প্রথম দিনে ৯৫ কোটি রূপির ব্যবসা করেছে, আর ‘ডানকি’র আয় ৩০ কোটি রূপি।
Published : 24 Dec 2023, 09:08 PM
মুক্তির আগে থেকেই শাহরুখ খানের ‘ডানকি’ আর প্রভাস রাজুর ‘সালার’ সিনেমার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার আভাস মিলেছিল। একদিন আগে-পরে সিনেমা দুটি মুক্তির পর দেখা গেছে প্রথম দিনের আয়ে ‘ডানকি’কে অনেকখানি পেছনে ফেলে দিয়েছে ‘সালার’।
কেবল ‘ডানকি’ নয়, চলতি বছরে মুক্তি পাওয়া সব হিন্দি সিনেমাকেই বক্স অফিসে ধরাশায়ী করেছে ‘সালার’।
নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখের ‘ডানকি’ মুক্তি পায় ২১ ডিসেম্বর। এর একদিন পরে হলে আসে প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। এ সিনেমা পরিচালনা করেছেন ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল।
‘ডানকি’তে কেউ গল্পের গভীরতা আর শাহরুখের অভিনয়ে ডুব দিয়েছেন, কেউ আবার হিরানি-শাহরুখের রসায়নের প্রশংসা করেছেন। অনেক দর্শক ‘পাঠান’ ও ‘জওয়ান’কে শাহরুখের ‘ডানকি’র ভেতরে খুঁজতে গিয়ে হতাশ হয়েছেন।
কিন্তু সিনে বিশ্লেষকদের অনেকে বলছেন, প্যান ইন্ডিয়া সিনেমা ‘সালার’র মধ্যে ‘বাহুবলীর’ প্রভাস ফিরে এসেছে। যে সিনেমা দিয়ে ভারত ও বাইরের দেশের দর্শকদের কাছেও রাতারাতি পরিচিত হয়েছিলেন দক্ষিণ ভারতের এই নায়ক।
বক্স অফিসের হিসাব তুলে ধরে আনন্দবাজার লিখেছে, ‘সালার’ প্রথম দিনে ৯৫ কোটি রূপির ব্যবসা করেছে। এর মধ্যে বড় অংশ এসেছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে। সেখানে ‘ডানকি’র প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি।
চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখের অন্য দুই সিনেমার মধ্যে ‘পাঠান’ প্রথম দিন ঘরে তুলেছিল ৫৭ কোটি। আর দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’ থেকে আয় হয়েছিল প্রায় ৭৫ কোটি।
মুক্তির প্রথম দিন আয়ের নিরিখে ‘সালার’ সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকার চূড়ায় বসে আছে। সেদিক থেকে ‘ডানকি’ ‘সালারের’ ধারেকাছেও নেই।
মুম্বাইয়ের বিখ্যাত সিনেমা হল ‘মারাঠা মন্দিরে’ ধরাশায়ী হয়েছেন শাহরুখ। তার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে পরিচিত এই হলে ‘ডানকি’ চলছেই না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
‘বাহুবলী টু’র পর সেই অর্থে আর কোনো সাফল্যের মুখ দেখেননি প্রভাস। মাঝের দুই সিনেমা ‘সাহো, রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ ফ্লপ হওয়ায় শনির দশা চলছিল প্রভাসের।
প্রযোজনা সংস্থা ‘হোমবেল ফিল্মসের’ ৪০০ কোটি রুপি বাজেটের অ্যাকশন-থ্রিলার সালার দিয়ে প্রভাস ভাটায় পড়া ক্যারিয়ার টেনে তুলতে পারবেন বলে বিশ্লেষকদের ধারণা।
পুরনো খবর-