ভেন্যু বদল হলেও কনসার্টের তারিখ ও শিল্পী তালিকা ঠিক থাকছে।
Published : 21 Nov 2023, 11:47 AM
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজিত কনসার্টের ভেন্যু বদল হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ কনসার্ট হওয়ার কথা থাকলেও, সেখানে আর হচ্ছে না। তার বদলে হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি হবে।
কনসার্ট হবে আগামী ২৪ নভেম্বর। দেশের ১৫টি ব্যান্ডের পাশাপাশি কয়েকজন শিল্পী সেখানে গান পরিবেশন করবেন। ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’-এর ব্যানারে এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকার একদল তরুণ সংগীতশিল্পী।
কনসার্টের অন্যতম আয়োজক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি গ্লিটজকে বলেন, “টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের পরিবর্তিত ভেন্যু ‘হাতিরঝিল এম্ফিথিয়েটার। তবে কনসার্ট যথারীতি ২৪ নভেম্বর হবে। টিকেট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।
বছরের সবচেয়ে বড় একটি কনসার্ট আয়োজনের প্রত্যাশা রেখে সানি জানান, এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।
ব্যান্ড দলের মধ্যে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার অংশ নিচ্ছে কনসার্টে।
আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টচার্য্য, আহমেদ হাসান সানি।
টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা।
সানি বলেন, “কেউ কেউ ডোনেশন পাঠানো শুরু করে দিয়েছেন, কত ডোনেশন উঠছে সেটাও লাইভ আপডেট জানানো হচ্ছে।”
শিল্পীরা কনসার্টে গাওয়ার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না জানিয়ে সানি বলেন, গণহত্যাবিরোধী এ কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থই ‘রেড ক্রিসেন্ট' অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড'-এ দেওয়া হবে, যাতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো যায়।
'আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট' নামের এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসাবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
এছাড়া আরও অনেক স্বেচ্ছাসেবক এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন। ফিলিস্তিন ছাড়াও পৃথিবীর সব জায়গার গণহত্যার বিরুদ্ধে কথা বলবে এই প্ল্যাটফর্ম৷
কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকছেন।
ইতিমধ্যে ইব্রাহীমপুর, ভাষানটেক, মিরপুর ১৪, ইনডোর স্টেডিয়াম, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ‘আর্টিস্ট এগনিস্ট জেনোসাইড টু গাজা ফ্রম ঢাকা থিমে’ গ্রাফিতি এঁকেছেন শিল্পী মোরশেদ মিশু।
আরও পড়ুন