মাসের শুরুর দিকে খবর এসেছিল জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএসের সদস্য ভি’র একক গান আসছে। তখন থেকে প্রহর গুনছিলেন কে-পপ ভক্তরা। অবশেষে অপেক্ষা ফুরিয়েছে। সোশাল মিডিয়ায় ভি’র একটি মিষ্টি প্রেমের একক গান প্রকাশ হয়েছে। ‘ফ্রেন্ডস’ শিরোনামের গানটি প্রকাশ করেছে মিউজিক এজেন্সি বিগ হিট মিউজিক। ইংরেজি ভাষায় গাওয়া এই গানে ঘৃণা ও ক্রোধে ছেয়ে যাওয়া এই পৃথিবীতে একাকীত্বর গল্প তুলে ধরা হয়। আর সব নেতিবাচকতাকে হারিয়ে দিয়ে জয়জয়কার দেখানো হয়েছে প্রেম-ভালোবাসার। বর্তমানে দক্ষিণ কোরিয়ার এই তরুণ শিল্পী সামরিক প্রশিক্ষণে আছেন। প্রশিক্ষণে যোগ দেওয়ার আগে গত বছরের ডিসেম্বরে গানটি রেকর্ড করেন ভি। গত বছরের সেপ্টেম্বরে ভি’র প্রথম একক অ্যালবাম ‘লে ওভার’ প্রকাশিত হয়েছে। ওই অ্যালবামে ভি’র গান ছিল ছয়টি।
Published : 15 Mar 2024, 02:22 PM