Published : 26 Aug 2023, 07:29 PM
অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি আজও বাঙালির মনে উজ্জ্বল। ‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘পার্সোনাল এসিসট্যান্ট’, ‘ভানু পেল লটারি’, ‘অদৃশ্য মানুষ’, ‘হসপিটাল’ এর মতো প্রশংসিত সব সিনেমায় তাকে এখনো স্মরণ করেন ভক্তরা।
২৬ অগাস্ট এই অভিনেতার জন্মদিনে তাকে স্মরণ করে বিশেষ চমক দিলেন গুণী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন সিনেমা ‘যমালয়ে জীবন্ত ভানু’র ঘোষণা দিলেন শাশ্বত।
ক্যাপশনে লিখেছেন, “আজ সেই মানুষটির জন্মদিন যিনি যুগযুগ ধরে আপামর বাঙালির মনে ছিলেন আছেন আর থাকবেন। বাঙলা ছায়াছবির মাধ্যমে তিনি লাভ করেছেন অমরত্ব। তিনি শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্মরণ করেই আমাদের এবারের নিবেদন…যমালয়ে জীবন্ত ভানু।”
সিনেমার পোস্টারে পুরাদস্তুর ভানু হয়েই ধরা দিয়েছেন অভিনেতা। চওড়া কপাল, ডোরা কাটা পঞ্জাবি আর ধুতি পরে সাইকেলের পাশে দাঁড়িনো শাশ্বত যেন এ কালের ভানু বন্দ্যোপাধ্যায়। আর তার পাশেই বসে আছে বিস্মিত চোখে তাকিয়ে থাকা একটা বিড়াল।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় ভানুর ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত। মূলত ভানু বন্দ্যোপাধ্যায়ের সেরা সিনেমার টুকরো টুকরো মুহূর্ত নিয়েই নির্মিত হবে সিনেমাটি।
এর আগেও একাধিকবার কিংবদন্তি নায়ক বা পরিচালকদের চরিত্র ধারণ করেছেন শাশ্বত- কখনো ‘মেঘে ঢাকা তারা’ সিনেমায় ঋত্বিক ঘটকের চরিত্রে, কখনো আবার ‘অচেনা উত্তম’ এ উত্তম কুমারের ভূমিকায়।
বুড়িমা চিত্রম নিবেদিত ‘যমালয়ে জীবন্ত ভানু’ প্রযোজনা করেছেন সুমন কুমার দাস।
চলতি বছর শীতেই মুক্তি পাবে ‘যমালয়ে জীবন্ত ভানু’।