তানাজ দাউদি নামের এই সুন্দরী আসলে ইরানি মডেল এবং নৃত্যশিল্পী। তনি নামেও তিনি পরিচিত।
Published : 17 Dec 2023, 05:43 PM
রাণবীরের ‘অ্যানিমাল’ জ্বরে কাঁপছে সবাই। ছবির দৃশ্য, ডায়লগ এবং গান- সবই ভাইরাল। বিশেষ করে ‘জামাল কুদু’ গানের তালে ববি দেওলের নাচে মাতোয়ারা সবাই। ববির সঙ্গে ভাইরাল এই গানে অংশ নেওয়া এক তরুণীও। এই সুন্দরীর পরিচয় খুঁজতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকেই।
তানাজ দাউদি নামের এই সুন্দরী আসলে ইরানি মডেল এবং নৃত্যশিল্পী। তনি নামেও তিনি পরিচিত।
জামাল কুদু ১৯৫০ এর দশকের শেষের একটি ইরানি গান, যা অ্যানিমাল-এ ব্যবহারের জন্য নতুন করে নির্মাণ করা হয়েছে।
গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। গানে দেখা গেছে ববি মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন এবং তারপরে গানটি গাইতে থাকা একগুচ্ছ মেয়ের কাছে চলে যান। তাতেই ভাইরাল গ্রুপের মাঝখানে থাকা তানাজ।
তানাজ ভারতে কাজ করেন। জামাল কুদুতে উপস্থিত হওয়ার আগে, তিনি বলিউডের বিভিন্ন গান এবং স্টেজ শো কাজ করেছেন।
নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং সানি লিওনের মতো তারকাদের সঙ্গে তাকে দেখা গেছে। তবে বেশিরভাগ জায়গায় তার উপস্থিতি ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল। জামাল কুদু গানেই প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি।
গানটিতে সংক্ষিপ্ত উপস্থিতিই তানাজের জীবন বদলে দিয়েছে। ভারতে তার খ্যাতি যেভাবে আকাশচুম্বী হয়েছে তাতে অনেকে নতুন জাতীয় ক্রাশ বলেও অভিহিত করেছে।
ছবিটি মুক্তির আগে তানাজের প্রায় দশ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল। মাত্র দুই সপ্তাহে সংখ্যাটি বেড়ে আড়াই লাখ পেরিয়ে গেছে, আর সেটি ক্রমাগত বেড়েই চলেছে।