সেপ্টেম্বর থেকে দর্শকরা ‘গৃহলক্ষ্মী’, ‘হালের হাওয়া’ এবং ‘কিশোর গ্যাং’ নামে ধারাবাহিক তিনটি দেখতে পাবেন।
Published : 28 Aug 2023, 03:09 PM
নাগরিক টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হতে যাচ্ছে নতুন তিনটি ধারাবাহিক নাটক।
সেপ্টেম্বর থেকে দর্শকরা ‘গৃহলক্ষ্মী’, ‘হালের হাওয়া’ এবং ‘কিশোর গ্যাং’ নামে এই তিনটি ধারাবাহিক দেখতে পাবেন নাগরিক টেলিভিশনের পর্দায় এবং নাগরিকের ইউটিউব চ্যানেলে।
নাগরিকের অনুষ্ঠান বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সপ্তাহের শনি, রবি এবং সোমবার দেখানো হবে ‘গৃহলক্ষ্মী’।
একই সময়ে সপ্তাহের মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার প্রচার হবে ‘হালের হাওয়া’। আর ‘কিশোর গ্যাং’ প্রচার হবে শনি থেকে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে।
‘কিশোর গ্যাং’ পরিচালনা করেছেন নাজমুল রনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া, সাব্বির আহমেদ, আশরাফ সুপ্ত, শারমীন আখি, মিলি বাশার, রিসা, মাসুম বাশার, রকি খানসহ অনেকে।
মাইনুল হাসান খোকনের পরিচালনায় ‘গৃহলক্ষ্মী’ ধারাবাহিকে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, রোজী সিদ্দিকী, এমিলি হক, কাজী রাজুসহ আরও অনেকে।
আর ‘হালের হাওয়া’র নির্মাতা হলেন আদিত্য জনি। অভিনয়ে আছেন ইমতু রাতিশ, মায়মুনা মম, হোসাইন নিরব প্রমুখ।
নাগরিকের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, “শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জায়গায় এখন আতংকের নাম ‘কিশোর গ্যাং’। কিশোর অপরাধ নিয়ে নির্মিত এই সিরিজে প্রতি সপ্তাহেই থাকছে নতুন নতুন গল্প।
“আর গৃহলক্ষ্মীর কাহিনী পারিবারিক আবহে আবর্তিত। হালের হাওয়া হল এই যুগের কিছু উঠতি ছেলে মেয়ের গল্প। সব কিছু মিলিয়েই আমরা আশা করছি দর্শকদের ভালো লাগবে।”