দূরন্ত টিভিতে ঈদের দিন থেকে দুপুর আড়াইটা ও রাত সাড়ে ৯টায় ‘দূরন্তপনা’ ব্যান্ড শো হবে।
Published : 20 Apr 2023, 04:00 PM
ঈদ উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত; এবারের বিশেষ আয়োজনে থাকছে ব্যান্ড শো ‘দুরন্তপনা’।
ঈদের দিন থেকে দুপুর আড়াইটা ও রাত সাড়ে ৯টায় এই শো শুরু হবে বলে দূরন্তের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ব্যান্ড এসেইস, খোলাছাদ আনলিমিটেড, গঙ্গাফড়িং, বিসর্গ এবং শিশুশিল্পী তমাল ও পৃথিয়ার ব্যান্ড অংশগ্রহণ করবে। প্রতিটি ব্যান্ড তিনটি করে গান পরিবেশন করবে। এর মধ্যে থাকবে দুটি বাংলা গান ও একটি ইংরেজি গান।
“বিখ্যাত গান কাভারের পাশাপাশি ব্যান্ডগুলোর মৌলিক গান ও থাকবে শোতে। গানের পাশাপাশি সঞ্চালক আফরিন অথৈ-এর সঙ্গে শিল্পীদের গল্পে উঠে আসবে ব্যান্ডটির গড়ে ওঠার মজার গল্প।”
ফরিদা লিমার পরিচালনায় ঈদের প্রথম দিন দুরন্তপনায় থাকবে ফ্যামিলি ব্যান্ড ‘এসেইস’। একটি পরিবারের সদস্যরা মিলে রকব্যান্ডটি গড়ে তুলেছে। ২০১৯ সালে এই ব্যান্ডটি আত্মপ্রকাশ করে।
দ্বিতীয় দিন দেখা যাবে বান্দরবানের ব্যান্ড খোলা ছাদ আনলিমিটেড। ২০১৮ সালে ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এই ব্যান্ডের ভোকাল হিসেবে আছেন ইভান মারমা ও সামারা সোহেল অথৈ।
ঈদের তৃতীয় দিন থাকবে নারায়ণগঞ্জের ব্যান্ড গঙ্গাফড়িং। ২০০৬ সালে এর যাত্রা শুরু হয়। কিশোর ব্যান্ডটির গানের ধরন র্যাপ, সেমি-ক্ল্যাসিক এবং মেলোডি। এতে ভোকাল হিসেবে আছেন ষড়জ, বর্ণমালা, মাটি ও হিয়া।
ঈদের চতুর্থ দিন থাকছে ব্যান্ড বিসর্গ। যাত্রা শুরু হয় ২০২২ সালে। রক ও ফোক ঘরানার গান পরিবেশন করে থাকে ব্যান্ডটি। বিসর্গের ভোকাল হিসেবে আছে ওয়াজিউর রহমান প্রথম।
এছাড়া ঈদের পঞ্চম দিন ব্যান্ডের গান নিয়ে হাজির হবে শিশুশিল্পী তমাল ও পৃথিয়া।