‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’ নিয়ে কানে এই হলিউড তারকা।
Published : 20 May 2023, 11:51 AM
‘ইন্ডিয়ানা জোন্স’ আর ‘হ্যারিসন ফোর্ড’ দুটো নামই সমার্থক; এই একাত্মতা আবার দেখা গেল কান চলচ্চিত্র উৎসবে।
হলিউডের সেরা অ্যাডভেঞ্চার সিনেমার অন্যতম ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের পঞ্চম ও শেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র প্রিমিয়ারে সম্মাননা জানান হল এই সিনেমার মূল কারিগর হ্যারিসন ফোর্ডকে।
সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে ফোর্ড যখন ‘পাম দো’অর’ গ্রহণ করেন, তখন করতালিতে মুখর হয়ে ওঠে গোটা থিয়েটার হল।
ফোর্ড বলেন, “আমি অত্যন্ত আপ্লুত। মানুষ বলে যে মৃত্যুর আগে নাকি চোখের সামনে জীবনের নানা ঘটনার দৃশ্য ফুটে ওঠে, আমিও আমার জীবনকে এখন তেমনভাবে দেখতে পাচ্ছি, যে জীবনের বেশিরভাগ সময় ফোর্ড হয়ে নয়, কাটিয়েছি জোন্স হয়ে।”
হলিউডের এই অভিনেতা পুরস্কার হাতে মঞ্চে ডেকে নেন তার স্ত্রী অভিনেত্রী ক্যালিস্টা ফ্লকহার্টকে। স্ত্রীর উদ্দেশে বলেন, “তিনি আমার আবেগ ও স্বপ্নকে সমর্থন করেছেন, তার প্রতি শুধুই কৃতজ্ঞতা।”
‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র অভিনেতা ফোবি ওয়ালার ব্রিজ, ম্যাডস মিকেলসেন এবং পরিচালক জেমস ম্যানগোল্ডকে ৮১ বছর বয়সী ফোর্ড ভালোবাসা জানিয়ে বলেন, তারা আমার জীবনকে অর্থবহ করেছেন।
ফোর্ড যখন কথা বলছিলেন তখনও সিনেমাটি প্রিমিয়ার শো হয়নি।
“আমি এই সম্মানে গভীরভাবে অনুপ্রাণিত” জানিয়ে ফোর্ড পেছনে লাল ভেটভেটের পর্দায় ঢেকে রাখা স্ক্রিনটি দেখিয়ে সবার উদ্দেশে বলেন, “আমার কাছে একটি চলচ্চিত্র আছে, যা এখন সবাইকে দেখতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই।”
ফোর্ডের এই কথায় হাসির হুল্লোড় ওঠে থিয়েটার মঞ্চে।
‘ইন্ডিয়ানা জোন্স’র টিজার দেখিয়ে হ্যারিসন ফোর্ড বললেন, এটাই শেষ
‘ইন্ডিয়ানা জোন্স’র চার দশক
এই ধারাবাহিক রোমাঞ্চকর চলচ্চিত্রের চতুর্থ পর্ব মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। দীর্ঘ বিরতিতে ধারণা করা হয়েছিল বয়সের কারণে ফোর্ড হয়তো ‘ইন্ডিয়ানা জোন্স’ হয়ে আর ফিরবেন না। কিন্তু ২০২১ সাল থেকে ইঙ্গিত মেলে ফোর্ড ফিরছেন।
আর গত বছর ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র টিজার প্রকাশ হলে দেখা যায় চিরতরুণ এই নায়ক মাথায় হ্যাট চাপিয়ে ফিরেছেন চিরায়ত লুকে আবারও সেই সাহসী প্রত্নতত্ত্ববিদের ভূমিকায়।
‘ইন্ডিয়ানা জোনস’ ব্যাপক সাড়া ফেলে মূলত দুটো কারণে। প্রথমত এই ছবির নির্মাতা ছিলেন চলচ্চিত্রকার স্টিভেন স্পিলবার্গ আর দ্বিতীয় কারণ হল অভিনেতা হ্যারিসন ফোর্ড।
এবারে স্টিভেন স্পিলবার্গ প্রযোজনায় থাকলেও নির্দেশনার দায়িত্ব তুলে দেন ‘লোগান’ ও ‘ফোর্ড ভার্সেস ফেরারি’খ্যাত পরিচালক ম্যানগোল্ডের কাঁধে।
ফোর্ডের সঙ্গে স্পিলবার্গ প্রথম এই ফ্র্যাঞ্চাইজিটিতে জুটি বেঁধেছিলেন চার দশক আগে। ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লাস্ট আর্ক’ মুক্তি পায় ১৯৮১ সালে।
এরপর ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দি টেম্পল অফ ডুম’। ওই সিনেমায় ভারতীয় অভিনেতা অমরেশ পুরীও অভিনয় করেছিলেন।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া তৃতীয় পর্বে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দি লাস্ট ক্রুসেড’ এ হ্যারিসন ফোর্ডের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত শন কনরি।
এরপর ২০০৮ সালে দর্শকরা দেখেন সিরিজের চতুর্থ সিনেমা ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’।
‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩০ জুন।