কলকাতা চলচ্চিত্র উৎসবে আসবেন না অমিতাভ-শাহরুখ?

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ৫ ডিসেম্বর থেকে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 03:11 PM
Updated : 16 Nov 2023, 03:11 PM

ডিসেম্বরের শুরুতেই হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ এই উৎসবের অতিথি হিসেবে সালমান খান হাজির হলেও শোনা যাচ্ছে, থাকছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।

বেশ কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলোকিত করেন বলিউডের বিগ বি। কলকাতার প্রতি বিশেষ প্রীতির কারণে উৎসবে বক্তব্যও দেন বাংলায়। বাংলার এ জামাই নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন এই শহর থেকেই।

সংবাদ প্রতিদিন বলছে, অসুস্থতার জন্যই এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারবেন না অমিতাভ।

অন্যদিকে টলিউডের এক সূত্র বলেছে, চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা কম শাহরুখেরও। তবে এখনো শাহরুখের পক্ষ থেকে এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

Also Read: কলকাতা চলচ্চিত্র উৎসবের গুরুদায়িত্ব এবার প্রসেনজিতের কাঁধে

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

এবারের বিশেষ আয়োজনে থাকছে ভারতীয় বাংলা সিনেমায় প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের সিনেমা। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তার পরিচালিত সিনেমা দেখানো হবে এতে।