দুরন্তর শিক্ষাবৃত্তি পেল 'সবজান্তা'র সেরা তিন দল

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার মাধ্যমে ‘বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ বিজয়ী হয়।

গ্লিটজ প্রতিবেদক
Published : 2 March 2024, 11:03 AM
Updated : 2 March 2024, 11:03 AM

স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’র শিরোপা জিতে নিয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

এই প্রতিযোগিতর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে দুরন্ত টিভিতে।

এক বিজ্ঞপ্তিতে দূরন্ত টিভি জানায়, সারাদেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুলের মধ্যে প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ও হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়।

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার মাধ্যমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিজয়ী হয়।

বিজয়ী শিক্ষার্থীরা হল পঞ্চম শ্রেণির মো. আবির হোসেন ও তাহিয়া ফারহিন এবং ষষ্ঠ শ্রেণির রাইদাহ ফারজিনা স্ফিয়াহ ও ইশরাত জাহান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার-আপ এবং তৃতীয় স্থান বিজয়ী দলকে দুরন্ত টিভির পক্ষ থেকে দেওয়া হয় এক বছরের শিক্ষাবৃত্তি, বই, সার্টিফিকেট ও দুরন্ত স্মারক।

বিজয়ী দলগুলোর হাতে এই উপহার তুলে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাজু খাদেম এবং পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।