ফিল্মফেয়ারের ট্রফি দিয়ে শৌচাগারের দরজার হাতল!

নাসিরউদ্দিন শাহ মনে করেন ফিল্মফেয়ার পুরস্কার হল ‘তদবিরের’ ফল।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 06:47 AM
Updated : 6 June 2023, 06:47 AM

কাজের স্বীকৃতিতে ‘ফিল্মফেয়ার’ পুরস্কার ভারতীয় শিল্পী ও নির্মাতাদের ক্যারিয়ারে যোগ করে ‘সম্মান’। কিন্তু সেই পুরস্কার অভিনেতা নাসিরউদ্দিন শাহের কাছে এতটাই ‘মূল্যহীন’ যে, ফিল্মফেয়ারের ‘ট্রফি’ দিয়ে নিজের খামারবাড়ির শৌচাগারের দরজার হাতল বানিয়েছেন তিনি।

ভারতের টেলিভিশন ও চলচ্চিত্রের এই ‘দাপুটে’ অভিনেতা ‘স্পষ্ট’ কথা বলার জন্য বরাবরই পরিচিত। এবার তিনি খোলামেলাভাবেই জানালেন পুরস্কারের ট্রফির এই ভিন্ন ব্যবহারের কথা।

হিন্দুস্তান টাইম জানিয়েছে, ‘আক্রোশ’, ‘চক্র’ এবং ‘মাসুম’ সিনেমার জন্য তিনবার ফিল্মফেয়ার পাওয়া এই অভিনেতার ‘ট্রফি’ দিয়ে শৌচাগারের দরজার হাতল বানানোর খবর কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছিল। অনেকেই ভেবেছিলেন গুজব।

কিন্তু ‘লালানটপ ডটকম’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই বিষয়টি স্বীকার করে নেন। নাসিরউদ্দিন শাহ বলেন, “এসব পুরস্কারের কোনো মূল্য আমার কাছে নেই। আমি এই পুরস্কার প্রাপ্তিতে গর্বিতও না। ট্রফি আমার খামারবাড়িতে রেখেছি। আপনি ওই বাড়িতে গেলেই সেটি দেখতে পাবেন। কারণ শৌচাগারের হাতল বানিয়েছি ফিল্মফেয়ারের ট্রফি দিয়ে।“

প্রশ্নকর্তাকে ওইদিন হাসতে হাসতে নাসিরউদ্দিন শাহ বলেন, “দেখুন, চরিত্রকে ফুটিয়ে তুলতে যিনি নিজেকে উজাড় করে দেন, তিনিই ভালো অভিনয়শিল্পী। এখন এরকম অনেক শিল্পীর মধ্যে একজনকে নিয়ে যদি বলা হয়, ‘ইনিই সেরা অভিনেতা’, তাহলে সেটা কতটুকু ন্যায্য হয়?“

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ৭২ বছর বয়সী নাসিরউদ্দিন শাহ আরও জানান, ফিল্মফেয়ারের দুটি পুরস্কার তিনি নিতেই যাননি। পরে পুরস্কার তাকে পাঠিয়ে দিয়েছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ।

“প্রথমবার ফিল্মফেয়ার পেয়ে আমি খুশি হয়েছিলাম। কিন্তু পরে যখন আবার আমার নাম এল, বুঝলাম সেসব তদবিরের ফল। কেউ তার যোগ্যতার কারণে এই পুরস্কার পাচ্ছে বলে আমার মনে হয় না। তাই আগ্রহ হারিয়ে ফেললাম।“

চলচ্চিত্রে অবদানের জন্য ভারত সরকার নাসিরউদ্দিন শাহকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে। ফিল্মফেয়ারে আগ্রহ না থাকলেও রাষ্ট্রীয় এ সম্মাননায় আপ্লুত তিনি।

এই অভিনেতা বলেন, “আমি ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ পেয়ে সত্যিই গর্বিত। পুরস্কার হাতে পেয়ে দুবারই আমার মরহুম আব্বার কথা মনে পড়ে গিয়েছিল। কারণ তিনি আমার কাজ নিয়ে দুঃশ্চিন্তায় থাকতেন। মাঝেমধ্যেই আমাকে বলতেন যে আমার কাজকর্ম ‘অর্থহীন’। রাষ্ট্রপতি ভবনে আমার মনে হচ্ছিল, আব্বা উপর থেকে আমাকে দেখছেন এবং অবশেষে নিশ্চিন্ত হয়েছেন।“

তবে ট্রফি নিয়ে নাসিরউদ্দিন শাহর ওই কাজের সমালোচনাও এসেছে। তার সহকর্মীদের মধ্যে কয়েকজনের মন্তব্য হল, কোনো ধরনের স্বীকৃতি নিয়ে এ ধরনের মজা করার স্বাধীনতা নাসিরউদ্দিন শাহের নেই।

বলিউডের এক অভিনেতা নাসিরউদ্দিনের সমালোচনা করে বলেন, “নাসিরউদ্দিন শাহ মনে করেন ভারতের বাণিজ্যিক সিনেমা তাকে যোগ্য চরিত্র দেয়নি। মূলধারার বাইরের সিনেমাগুলোতেও তাকে ‘হালকাভাবে’ দেখানো হয়েছে। কয়েক দশক ধরে অভিনেতাদের ‘সস্তা’ সিনেমায় বেশি কাজ করার প্রবণতাতেও তিনি বিরক্ত। তাহলে তার ‘ভালো’ কাজের জন্য যে স্বীকৃতি মিলেছে, সেটি নিয়ে তিনি এ ধরনের কাজ করতে পারেন?“

কয়েকদিন আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমালোচনা করে আলোচনায় আসেন নাসিরউদ্দিন শাহ। তিনি বলেছিলেন “মুসলিম-বিদ্বেষটাই এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।“

এছাড়া কর্ণাটকে বিপুল ভোটে বিজেপিকে হারিয়ে কংগ্রেসের জয়ের প্রসঙ্গ ধরে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দর্শন, এবং ভোট পেতে রাজনীতিবিদদের কর্মপদ্ধতি নিয়েও সমালোচনা করেন নাসিরউদ্দিন। নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে বিদ্রুপ করেন।

‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজ করার সময় মুঘলদের সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন নাসিরউদ্দিন শাহ। তিনি অভিযোগ করেন, মুঘল সম্রাটদের নানা সময়ে কেবল ‘খলনায়ক’ হিসেবেই তুলে ধরা হয়েছে। দেশে ইতিহাস চর্চার অভাবে চেতনার ঘাটতি তৈরি হচ্ছে বলেও মনে করেন তিনি।

নাসিরুদ্দিন শাহকে সর্বশেষ ওয়েব সিরিজ ‘তাজ: রেইন অব রিভেঞ্জ’ এ পাওয়া যায়।  

পুরনো খবর

Also Read: ভোট পেতে ধর্মের জিগির নিয়ে ক্ষোভ নাসিরউদ্দিন শাহর

Also Read: মুঘল সম্রাটদের দেখানো হচ্ছে ‘খলনায়ক’ হিসেবে: নাসিরউদ্দিন শাহ

Also Read: নাসিরুদ্দিন শাহ: ‘প্যারালাল’ সিনেমায় ‘আনপ্যারালাল’

Also Read: তিন খানের ‘নীরবতায়’ হতাশ নাসিরুদ্দিন শাহ