ছবির ক্যাপশনে ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানিয়েছেন লেডি গাগা।
Published : 16 Feb 2023, 02:27 PM
চার বছর আগে বিপুল জনপ্রিয়তা পাওয়া হলিউডের ‘জোকার’ সিনেমার সিকুয়েলে নিজের ফার্স্ট লুক প্রকাশ করলেন পপস্টার অভিনেত্রী লেডি গাগা।
সাইকোলজিক্যাল থ্রিলার জোকারের সিকুয়েলের নাম ‘জোকার ২: ফোলি আ দ্যুঁ’। মুক্তি পাবে ২০২৪ সালের ৪ আক্টোবর। মূল চরিত্র ‘আর্থার ফ্লেক’-এ আগের মতই আছেন ওয়াকিন ফিনিক্স। আর আর্থার ফ্লেকের প্রেমিকা হার্লে কুইনের ভূমিকায় থাকছেন লেডি গাগা।
সিএনএন জানিয়েছে, লেডি গাগা তার ফার্স্ট লুকের ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। ওই ছবিতে দেখা যায় বিস্ময়-ভালোবাসার অভিব্যক্তি ফুটিয়ে জোকারের গলা ধরে আছে হার্লে কুইন। ছবির ক্যাপশনে ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ফিনিক্স-গাগার ছবিতে ভক্তরাও খুশি। কেউ বলছেন, “আমার হৃদস্পন্দন থেমে গেছে।“
কেউ কেউ আবার সিনেমা মুক্তির আগেই অস্কার দিয়ে বসেছেন।
‘জোকার ২: ফোলি আ দ্যুঁ’ মুক্তি পাবে ২০২৪ সালের ৪ আক্টোবর। তবে সিনেমাটির টিজার সোশ্যাল মিডিয়ায় আসে গত বছর।
‘জোকার’ সিনেমায় মনোরোগ বিশেষজ্ঞ হার্লে কুইনের একটি সম্পর্ক তৈরি হয় মেন্টাল ইন্সটিটিউশনে থাকার সময়।
পরে হার্লে কুইন জোকারের ক্রাইম পার্টনারও হয়ে ওঠেন। এর আগে চরিত্রটি করেছিলেন হলিউড অভিনেত্রী মার্গট ববি।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ সিনেমায় ‘আর্থার ফ্লেক’ নামের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড জিতে নেন ফিনিক্স। ওই সিনেমায় গোথাম শহরে হঠাৎ করে উঠে আসা এক কমেডিয়ান একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে যান। ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা।
জোকারের পরিচালক লেখক টড ফিলিপসের সঙ্গে এবার যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন স্কট সিলভার।
ওয়াকিন ফিনিক্স হলেন ডিসি কমিকস সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ন তুখোড় খলনায়ক ছিলেন তিনি।
‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে।
পুরনো খবর
মুক্তির তারিখ জানাল জোকার ২, সঙ্গী লেডি গাগা