ভুটানে কী করছেন সামান্থা?

এবার বন্ধুদের সঙ্গে ভারতের প্রতিবেশী দেশ ভুটানে ঘুরে বেড়াতে দেখা গেল সামান্থাকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 09:44 AM
Updated : 16 Nov 2023, 09:44 AM

গত বছর মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই দৈনন্দিন জীবনযাত্রায় বেগ পেতে হচ্ছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। নিয়মিত যুক্তরাষ্ট্রে ও দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন চিকিৎসা নিতে। এর প্রভাব পড়ছে ব্যক্তিগত জীবন ও কর্মজীবনেও।

নিজের মানসিক অবস্থা ঠিক রাখতে তাই প্রায়ই বেরিয়ে পড়ছেন ভ্রমণে। এবার বন্ধুদের সঙ্গে ভারতের প্রতিবেশী দেশ ভুটানে ঘুরে বেড়াতে দেখা গেল সামান্থাকে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে বন্ধুদের সঙ্গে ভুটানে ঘুরে বেড়াতে দেখা গেল সামান্থাকে। ছবির জন্য পোজ দিয়েছেন মন্দিরের সামনে।

একটি ছবিতে বারান্দায় দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন নায়িকা; দূরে দেখা গেছে পাহাড়ের সারি।

ঘোরাঘুরির ফাঁকে সামান্থা বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে সেরে নিয়েছেন স্নান। যদিও নিজের চেহারা দেখাননি ছবিতে।

ভুটানের এক মন্দিরে ধ্যান করে শান্তি খুঁজে নিয়েছেন সামান্থা। খয়েরি ফতুয়া ও কালো প্যান্টে আরাধ্য লাগছিল অভিনেত্রীকে।