নব্বইয়ের দশকে বলিউডি অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা গোভিন্দা। কৌতুকাভিনেতা হিসাবে জনপ্রিয় এ তারকা সফল ক্যারিয়ারে স্বাদ পেয়েও অভিনয়জগৎ থেকে একসময় নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই দুঃসময়ে বটবৃক্ষের মত তাকে ছায়া দিয়েছিলেন অমিতাভ বচ্চন।
আনন্দবাজার লিখেছে, সম্প্রতি কপিল শর্মার রিয়েলিটি শোতে অতিথি হিসাবে উপস্থিত হয়ে নিজের বিপদের বন্ধু অমিতাভের কথা স্মরণ করেছেন গোভিন্দা।
নায়ক জানান, যখন খারাপ পরিস্থিতের কারণে জীবনে কী করবেন তা ঠাহর করতে পারছিলেন না, ক্যারিয়ারে ‘অপেশাদার’ তকমা লেগে গিয়েছিল; ঠিক তখনই অমিতাভ পাশে এসে দাঁড়িয়েছিলেন।
১৯৯৩ থেকে ১৯৯৪ সালের মধ্যবর্তী সময়ে ৪ মাসের কন্যাসন্তানের পাশাপাশি পরিবারের একাধিক সদস্যের মৃত্যু দেখতে হয় গোভিন্দাকে। আপনজন হারানোর শোক মানসিকভাবে ভেঙে ফেলেছিল তাকে।
ব্যক্তি জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও প্রভাব ফেলেছিল সেসব ঘটনা। তখন বলিউডেও নানা রকম বিতর্ক-সমালোচনা শুরু হয় তাকে ঘিরে। বিধ্বস্ত অভিনেতা অভিনয় না করে বাড়িতে বসে থাকছিলেন।
গোভিন্দা জানান, সেই খারাপ সময়ে তার সঙ্গে দেখা করতে যান অমিতাভ। শাহেনশাহকে আসতে দেখে হাতজোড় করে দাঁড়িয়ে পড়েন তিনি। গোভিন্দার পরিস্থিতি দেখে হতবাক হয়ে তাকে তাড়াতাড়ি অভিনয় শুরু করার পরামর্শ দেন অভিতাভ।
গোভিন্দাকে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে ‘বিগ বি’ বলেন, “আমি চাই তুমি একটা সিনেমায় অভিনয় করো।’’
জবাবে গোভিন্দা বলেন, “আপনি জানেন, দেরি করে সেটে যাওয়ায় আমার নাম খারাপ হয়ে গেছে। অনেকে এ পরিস্থিতির সুবিধাও নিচ্ছে। তবে আপনার কোনো সমস্যা না থাকলে অভিনয়ে কোনো আপত্তি নেই। সিনেমার বিষয়ে আমি কিছুই জানতে চাইব না।”
১৯৯৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ডেভিড ধওয়ান পরিচালিত হিট সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। অমিতাভ-গোভিন্দার পাশাপাশি অভিনয় করেন রাভিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, অনুপম খেরের মত জনপ্রিয় তারকারা।
গোভিন্দা জানান, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র চিত্রনাট্যের খসড়া পর্যন্ত শোনেননি তিনি। এমনকি সিনেমায় আর কে কে অভিনয় করছেন তাও জানতে চাননি।
অমিতাভের কথা শুনেই সেই সিনেমায় অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন। প্রতিদিন শুটিং সেটে গিয়ে জেনে নিতেন কোন দৃশ্যে অভিনয় করতে হবে; সেই মত অভিনয় করে ফিরে যেতেন।
‘কুলি নং ১’, ‘রাজা বাবু’, ‘হসিনা মান জায়েগি’ ‘কুওয়ারা’, ‘জোড়ি নাম্বার ওয়ান’, ‘কিউকি ম্যায় ঝুট নেহি বোলতা’ ও ‘আখিয়ো সে গোলি মারে’র মত অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন গোভিন্দা।