অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় আসবেন ঋতুপর্ণা
Published : 09 Jul 2024, 12:39 AM
কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের আরেকটি সিনেমায় যুক্ত হচ্ছেন পশ্চিবমবঙ্গের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এ সিনেমার নাম ‘তরী’; আহাদুর রহমানের গল্পে সিনেমাটি নির্মাণ করছেন রাশিদ পলাশ।
পরিচালক জানিয়েছেন, সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ। দ্বিতীয় অংশে ঋতুপর্ণার যোগ দেওয়ার কথা রয়েছে।
চলতি বছরের শুরুতেই ‘বাঙালি বিলাস’ শিরোনামের এক সিনেমার শুটিং করে গেছেন ঋতুপর্ণা।
রাশিদ পলাশ বলেন, "গত এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু করেছি৷ এটার প্রথম লটে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুটিং শুরু করেছিলাম, ঢাকার তেজগাঁও বস্তিতে শুটিং শেষ হয়েছে। বাকি অংশ সেপ্টেম্বরে শুরু হবে। আর সেই অংশে যুক্ত হবেন ঋতুপর্ণা দিদি।
“আমরা উনার সঙ্গে কথা বলেছি, উনি চুক্তিবদ্ধ হয়েছেন। অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় আসবেন শুটিংয়ে অংশ নিতে।"
আর কোন শিল্পী এই সিনেমায় আছেন জানতে চাইলে পলাশ বলেন, “অনেক চমক আছে এই সিনেমায়। শিল্পী নির্বাচন থেকে শুরু করে সব কিছু। এই সিনেমা আমাদের দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শুধু এই চিন্তা নিয়ে বানাচ্ছি না। এটা বড় ক্যানভাসে নির্মাণ করছি যেন আন্তর্জাতিকভাবে সিনেমাটি নিয়ে মুভমেন্ট করা যায়। সেটার পরিকল্পনা নিয়েই শুরু করেছি। অভিনয়শিল্পী সম্পর্কে কিছুদিন পরেই বিস্তারিত জানানো হবে।"
ঢাকার সিনেমায় ঋতুপর্ণার উপস্থিতি নতুন নয়। ১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামী’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রেখেছিলেন ঋতুপর্ণা। এরপর গত দুই দশকের বিভিন্ন সময়ে ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘দেশ দরদী’, ‘অগ্নিবীণা’সহ বিভিন্ন সিনেমায় কাজ করেছেন।
গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমায় অভিনয় করেন ঋতুপর্ণা। এ সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধেন ঢাকার চিত্রনায়ক নিরব হোসেন। যৌথভাবে এটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত।
দেশের চিত্রনায়কদের মধ্যে ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস আহমেদ, আমিন খান, রিয়াজ, আরিফিন শুভ, শাকিব খানসহ আরো কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা।
এদিকে রাশিদ পলাশের ‘রঙবাজার’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
তিনি বলেন, "নব্বই দশকে দেশের আলোচিত নারায়ণগঞ্জের টানবাজার পল্লী ভেঙে ফেলার পেছনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রঙবাজার’ সিনেমাটি। শিগগিরই মুক্তি দেওয়া হবে, এটা নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে।"