এই সিনেমাতেও পুলিশ কর্মকর্তা হয়েছেন আবীর চট্টোপাধ্যায়।
Published : 11 Jul 2024, 09:12 AM
শুটিং শেষে ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের সিনেমা ‘বহুরূপী’র মোশন পোস্টার প্রকাশ হয়েছে।
নির্মাতা জুটির এই সিনেমাতেও পুলিশ কর্মকর্তা হয়েছেন আবীর চট্টোপাধ্যায়। পোস্টারে তার অ্যাকশনের মুহূর্ত ধরা পড়েছে।
‘বহুরূপী’ সিনেমায় আবীর হয়েছেন এসআই সুমন্ত ঘোষাল। এখানে আবীরের নায়িকা হয়েছেন ঋতাভরী চক্রবর্তী, আরও আছেন কৌশানী মুখোপাধ্যায়। পরিচালক শিবপ্রসাদ নিজেও অভিনয় করেছেন।
শিবপ্রসাদ বলেন, “২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই সিনেমা তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এ বিষয় নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা চলছিল।”
গল্পের আভাস দিয়ে শিবপ্রসাদ বলেন, “সিনেমার প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই সিনেমা। ভীষণভাবে সত্য নির্ভর ঘটনা। এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন।”
‘বহুরূপী’তে নিজের অভিনয় নিয়ে শিবপ্রসাদ বলেন, ”অভিনেতা হিসেবে আমি ঋণী থাকব পরিচালক নন্দিতা রায়ের কাছে। উনি আমাকে আবার সুযোগ দিয়েছেন, একই বছরে পর পর দুবার সুযোগ দিয়েছেন, দুটি ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য। এটা আমার কাছে একটা বড় পাওনা। অভিনেতা হিসেবে আমার ছবি প্রথমবার পুজোতে মুক্তি পাবে। এটাও আরেকটা বড় পাওনা।”
তবে এ সিনেমায় শুটিংয়ে উঁচু থেকে লাফ দেওয়ার সময় হঠাৎ কোমরে গুরুতর চোট পেয়েছিলেন শিবপ্রসাদ।
‘বহুরূপী’ মুক্তি পাবে এবারের দুর্গাপূজায়।