পর্দায় ক্রিকেটার হওয়ার জন্য টানা দুই বছরের প্রশিক্ষণ নিতে হয় শ্রীদেবী কন্যাকে।
Published : 19 May 2024, 01:26 PM
সিনেমায় ভিন্নধর্মী কোনো চরিত্রের প্রয়োজনে অভিনয় শিল্পীদের কখনো কখনো মাসের পর মাস প্রশিক্ষণ নিতে হয়, আর সেকাজে অনেক সময় ঘটে যায় দুর্ঘটনাও। এমন অভিজ্ঞতা হয়েছে বলিউডি অভিনেত্রী জাহ্নবী কাপুরেরও।
আনন্দবাজার লিখেছে, জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাটি ৩১ মে মুক্তি পাবে। যেখানে ব্যাট-বল হাতে মাঠে খেলতে দেখা যাবে জাহ্নবীকে।
এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে কাজ করেছেন রাজকুমার রাও। যারা পর্দায় হয়েছেন ক্রিকেটার দম্পতি।
ক্রিকেটার হওয়ার এই জার্নি সহজ ছিল না জাহ্নবীর। হুট করে একদিন ব্যাট হাতে শুটিংয়ে নেমে যাননি তিনি। ক্রিকেটার হওয়ার জন্য টানা দুই বছরের প্রশিক্ষণ নিতে হয়েছিল শ্রীদেবী কন্যাকে।
আর সে সময়ে তার দুই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যায়। শারীরিক অসুস্থতায় সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভাবলেও শেষমেশ জয় হয়েছে এই অভিনেত্রীর মনোবলের।
আনন্দবাজার বলছে, এক ভিডিও বার্তায় প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে জাহ্নবী বলেন, “দুবছর ধরে যে প্রশিক্ষণ নিয়েছি, তা আমার জীবনের বড় অংশ হয়ে গিয়েছে। একবার এমন চোট পেলাম যে, কাঁধের লিগামেন্টই ছিঁড়ে গেল। অনেকবার এমন হয়েছে যখন আমার শরীর হার মেনেছে। মনে হয়েছে, আমাকে দিয়ে আর সম্ভব নয়। কিন্তু পরিচালকের চোখেমুখে আত্মবিশ্বাস ও আবেগ দেখে সাহস পেয়েছি।
“অনেক সময় পরিচালকের ওপর বিরক্তি প্রকাশ করেছি। আমাদের মধ্যে ঝগড়াও হয়েছে। কিন্তু আজ আমরা একটা পুরো দল হিসেবে একসঙ্গে আছি। আমার বিশ্বাস যে দর্শক সিনেমাটি পছন্দ করবেন।”
পরিচালক শারণ শর্মা জানিয়েছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার প্রশিক্ষণ শুরু হওয়ার পরে অভিনেত্রী নিজেই বুঝেছিলেন, এই চরিত্র কতটা কঠিন!
“ক্রিকেটের ওয়ার্কশপে যেতে হত জাহ্নবীকে। বহু আন্তর্জাতিক ক্রিকেটারের খেলাও দেখতে হয়েছে।”
সিনেমায় আরও অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, জ়রিনা ওয়াহাব ও পূর্ণেন্দু ভট্টাচার্য। এরিমধ্যে প্রকাশ হয়েছে ট্রেইলার।