নাসিরুদ্দিন বলেন, "একজনও মুসলিম নেই, যিনি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। মোদী খুঁজেই পেলেন না!"
Published : 17 Jun 2024, 01:48 PM
'অবসাদে ভুগছেন' ভারতের 'দাপুটে' অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তার এই অবসাদের কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলিম বিবর্জিত মন্ত্রিসভা গঠন।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জোটের আদর্শ ও নীতি হল ‘সর্বপন্থা সমভাব’, যার অর্থ সব ধর্মকে এক ভাবা। ভেদাভেদ না করা। কিন্তু তৃতীয়বারের মত সরকার গঠন করে মোদী ৭২ সদস্যের যে মন্ত্রিসভা তৈরি করেছেন, তাতে একজন মুসলিমেরও স্থান হয়নি, যা উপমহাদেশের সবচেয়ে বড় এই দেশটির ইতিহাসে প্রথম।
আর এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন নাসিরুদ্দিন শাহ।
সংবাদ প্রতিদিন লিখেছে, নিজের রাজনৈতিক মতামত নিয়ে বরাবরই অকপট নাসিরুদ্দিন বলেন, “বিষয়টা হতাশাগ্রস্ত হয়ে পড়ার মতই। একজন মুসলিমও নেই, যিনি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। মোদী কাউকে খুঁজেই পেলেন না! কিন্তু কোনোভাবেই এ ঘটনা আমায় অবাক করেনি। মুসলমানদের প্রতি বিজেপির ঘৃণা অন্তরে; শিরায় শিরায়।’’
প্রাক্তন উপরাষ্ট্রপতির একটি উক্তি উদ্ধৃত করে এই অভিনেতা বলেন, “হামিদ আনসারি বলেছিলেন, দেশের মুসলিম নাগরিকদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। কিন্তু আমাদের বুঝতে হবে যে, হিন্দু বা মুসলিম এককভাবে এই দেশে কিছুই করতে পারবে না। যা করার, আমাদের একসঙ্গে করতে হবে।”
মোদীকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন বলেন, "প্রধানমন্ত্রী মনে হয় মাথা ঢাকতে পছন্দ করেন না। আমি তাকে একদিন মাথায় ফেজের টুপি পরা অবস্থায় দেখতে চাই। ২০১১ সালে একটি অনুষ্ঠানে মৌলবীরা তাকে একটি ফেজ টুপি উপহার দিয়েছিলেন, আর তিনি সেটা পরতে অস্বীকার করেছিলেন। সেই স্মৃতি ভোলার নয়। তবে উনি যদি কখনো পরেন, তাহলে আবার বার্তা দেবেন যে, 'আমি আপনাদের থেকে আলাদা নই'। আপনি এবং আমি একই দেশের নাগরিক। আপনাদের প্রতি আমার কোনো বিতৃষ্ণা নেই।"
আগামীতে নাসিরুদ্দিনকে দেখা যাবে ‘ফতেহ’ সিনেমায়। এটি পরিচালনা করছেন অভিনেতা-মডেল সোনু সুদ। আর এই সিনেমা দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ করছেন সোনু।
এ সিনেমায় নাসিরুদ্দিন শাহ একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। ভিন্নধর্মী গল্পের স্ক্রিপ্টটি এই অভিনেতা দারুণ পছন্দ করেছেন বলে সোনু জানিয়েছেন।
অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমার টিজার ও পোস্টারও প্রকাশ্যে এসেছে। তবে নাসিরুদ্দিন শাহের চরিত্রের কোনো আভাস তাতে দেওয়া হয়নি। পরিচালক কেবল ট্রেইলারেই তার সম্পর্কে আভাস দেবেন।
নাসিরুদ্দিনকে সর্বশেষ জিফাইভে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘তাজ: রেইন অব রিভেঞ্জ’ এ দেখা গেছে।
পুরনো খবর
মুঘল সম্রাটদের দেখানো হচ্ছে 'খলনায়ক' হিসেবে: নাসিরউদ্দিন শাহ
ভোট পেতে ধর্মের জিগির নিয়ে ক্ষোভ নাসিরউদ্দিন শাহর
নাসিরুদ্দিন শাহ: 'প্যারালাল' সিনেমায় 'আনপ্যারালাল
তিন খানের 'নীরবতায়' হতাশ নাসিরুদ্দিন শাহ
হিন্দি সিনেমা দেখা একেবারে ছেড়ে দিয়েছি: নাসিরুদ্দিন শাহ