প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচার হবে ‘দীপ্ত স্টার হান্টের’ এলিমিনেশন রাউন্ড।
Published : 28 Feb 2025, 11:37 AM
দীপ্ত টেলিভিশনে শুরু হওয়া রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্টের’ গ্রুমিং সেশন শেষ করে এলিমিনেশন রাউন্ড শুরু করেছে।
এই রাউন্ড প্রচার শুরু হবে শুক্রবার থেকে।
বিজ্ঞপ্তিতে দীপ্ত টেলিভিশন জানিয়েছে, প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টিভি, দীপ্ত ইউটিউব ও দীপ্ত প্লেতে প্রচার হবে ‘দীপ্ত স্টার হান্টের’ এলিমিনেশন রাউন্ড। যেখানে অংশ নিচ্ছেন ৪০ জন প্রতিযোগী।
এলিমিনেশন রাউন্ডের আগে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন গ্রুমিং সেশনে। যেখানে তাদের প্রশিক্ষণ দিয়েছেন নুরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, মীর বরকত, বেনজির শামস, সালেহা নিধি এবং জাকিয়া বারী মম।
এলিমিনেশন রাউন্ডে ৪০ জন প্রতিযোগীদের মধ্যে গোল্ডেন স্টার পেয়ে পরবর্তী রাউন্ডে যাবেন ২০জন।
প্রতিযোগীরা দীপ্ত টিভিতে প্রচার হওয়া ধারাবাহিক নাটক 'খলনায়ক', 'মান অভিমান' ও 'মাশরাফি জুনিয়রে' অভিনয় করেছেন।
এলিমিনেশন রাউন্ডে জুরিরা নাটকের দৃশ্যগুলো দেখবেন এবং প্রতিযোগীদের মঞ্চে বিভিন্ন কাজ দেবেন।
‘দীপ্ত স্টার হান্টের ’বিচারকের দায়িত্ব পালন করছেন অভিনেতা তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা।
রিয়েলিটি শোটি সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি।
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় শিল্পীদের আলোয় আনার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশন এই রিয়েলিটি শো শুরু করেছেন।
প্রতিযোগিতার সেরা প্রতিযোগীদের আগামী দুই বছরের জন্য দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন: