প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেতা তারিক আনাম খান।
Published : 23 Jan 2025, 05:52 PM
সারা দেশ থেকে ‘প্রতিভাবান’ অভিনয়শিল্পীদের তুলে আনার লক্ষ্যে দীপ্ত টেলিভিশনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’।
বৃহস্পতিবার দীপ্ত টেলিভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, এই আয়োজনে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান। তার সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীনও।
সংবাদ সম্মেলনে দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা, তারিক আনাম খান, শিহাব শাহীন, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রজেক্টের সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান সুজন উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন, গত ১০ জানুয়ারি থেকে আগ্রহীরা নিবন্ধন করছেন। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৭ জানুয়ারি থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে।
প্রতিযোগিতার সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর পাবেন দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ।
নির্দিষ্ট লিংকে (Stathunt.deeptoplay.com) গিয়ে আগ্রহী প্রার্থীরা নিবন্ধন করতে পারবেন৷