কারিনা কাপুর খান লিখেছেন," ১২ বছর একই গল্প, একই প্রতিবাদ। তবে আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করছি।”
Published : 16 Aug 2024, 04:43 PM
কলকাতায় চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে সব জায়গায়। এই ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে সরব হয়েছেন টালিউড থেকে বলিউড তারকারাও।
সামাজিক মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর যথাযথ শাস্তি দাবি করেছেন বলিউড তারকা আলিয়া ভাট, স্বরা ভাস্কর, বিজয় ভার্মা, পরিণীতি চোপড়া, আয়ুষ্মান খুরানা, কঙ্গনা রনৌত, কারিনা কাপুর খান, প্রীতি জিনতা, রিচা চাড্ডাসহ জনপ্রিয় সব তারকারা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, প্রত্যেক তারকাই হৃদয়বিদারক বার্তার পাশাপাশি নারীদের সুরক্ষিত রাখতে সচেতন করেছেন সকলকে এবং এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আলিয়া ভাট ইন্সটাগ্রামে লিখেছেন, "আবার একটা নৃশংস ধর্ষণ! আবার প্রমাণিত হলো, মেয়েরা কোথাও আজও সুরক্ষিত না। আবার আমাদের মনে করিয়ে দেওয়া হলো, নির্ভয়া কাণ্ডের প্রায় এক যুগ পরেও কিচ্ছু পাল্টায়নি। আমাদের মেয়েদের কী ভাবা উচিত বলুন? কাজের জায়গায় আমরা যেতে পারব না সুরক্ষিতভাবে? মাথায় ঘুরবে কী আমাদের বলুন তো? ভয়ঙ্কর এই ঘটনা আবারও প্রমাণ করল, মেয়েদের নিজেদের সুরক্ষার দায়ভার তাদের নিজেদের।"
ক্ষমতাবানদের উদ্দেশেও কিছু আর্জি রেখেছেন এই অভিনেত্রী।
লিখেছেন, "নারী নিরাপত্তায় দৃষ্টি রাখুন। মেয়েদের চারপাশের পরিবেশ এবং সুরক্ষা বলয় বাড়িয়ে তুলুন। মাথায় রাখুন, নৈতিকভাবে যেটা অপরাধ, সেরকম কিছু সমাজে ঘটছে, সেটা বর্তমান কার্যক্রমকে প্রভাবিত করছে। মেয়েদের প্রতি এই অন্যায় নিশ্চিত করছে, মূল ভিত্তিতেই গণ্ডগোল রয়েছে। আমাদের তলিয়ে দেখা উচিত, কিচ্ছু বদলাচ্ছে না তাহলে।"
প্রায় একই ভাষায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বরাও ভাস্কর। তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "দেশ এখন আর নারীদের জন্য নিরাপদ নয়।"
জোর দাবি জানিয়ে লিখেছেন, "অভিযুক্তদের অবশ্যই বিচার করতে হবে এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে।"
কারিনা কাপুর খান লিখেছেন, "১২ বছর একই গল্প, একই প্রতিবাদ। তবে আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করছি।”
অভিনেত্রী পরিণীতি চোপড়া আক্রমণের নৃশংসতাকে বর্ণনা করে লিখেছেন, “যদি আপনার পক্ষে এই ঘটনা পড়া খুব কঠিন হয়, তবে কল্পনা করুন যার সাথে ঘটনাটি ঘটেছে তার জন্য এটি কতটা ভয়ংঙ্কর ছিল। এই জঘন্য কাজের জন্য অভিযুক্তদের ধরে ঝুলিয়ে রাখুন।”
অভিনেতা বিজয় ভার্মা লিখেছেন, “যারা প্রতি দিন আমাদের যত্ন নেন তাদের যত্নের কথা একটু ভাবুন। তাদের সুরক্ষিত রাখুন।”
ক্ষোভ জানিয়েছেন আয়ুষ্মান খুরানাও। তার মতে, এভাবেই এই ধরনের নারকীয় ঘটনা মানবতার পথের অন্তরায় হয়ে ওঠে।
অভিনেত্রী কঙ্গনা এই ঘটনাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কলকাতার সরকারি হাসপাতাল আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা সত্যিই ভয়াবহ ও ভয়ঙ্কর। ওই মহিলা চিকিৎসকের অর্ধ-নগ্ন দেহ সেমিনার হলের ভিতরে পাওয়া গিয়েছে। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।"
এই ঘটনায় চিকিৎসকদের প্রতিবাদে শামিল হয়েছেন তিনিও। এই প্রতিবাদের সমর্থন জানিয়ে, ন্যায়বিচারের জন্য তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক নারী চিকিৎসকের দেহ। পরে জানা যায়, তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত।