টেন মিনিট স্কুলের পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১৫ শতাংশ ক্যাশব্যাক
Published : 20 Apr 2025, 09:33 PM
অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’, ‘শিখো’, ‘এরিয়া ৭১ একাডেমি’ ও ‘লার্নিং বাংলাদেশ’ থেকে যেকোনো কোর্সের পেমেন্ট বিকাশ করলে বিভিন্ন অংকের ক্যাশব্যাক কিংবা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
রোববার বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিকাশ অ্যাপ থেকে ‘টেন মিনিট স্কুল’-এর পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের ‘অফারস’ সেকশন থেকে ‘টেন মিনিট স্কুল’ সিলেক্ট করে ৩০ জুন পর্যন্ত অফারটি নেওয়া যাবে।
এ অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/cashback-at-10minuteschool লিংকটিতে।
শিখো-তে ৪৯৯ টাকা থেকে ১৫০১ টাকার মাঝে যেকোনো কোর্স নিতে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে জানিয়ে বিকাশ বলছে, একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
এ অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/shikho-yearlong-cashback লিংকটিতে।
বিকাশ জানিয়েছে, ‘এরিয়া ৭১ একাডেমীতে’ নির্দিষ্ট কোর্স নিয়ে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ৩০ এপ্রিল পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক যত খুশি ততবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
এ অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/area71-apr25 লিংকটিতে।
আর লার্নিং বাংলাদেশ-এ বিকাশ পেমেন্টে কুপন কোড ‘BKASH20’ ব্যবহারে যেকোনো অনলাইন কোর্সে গ্রাহকরা পাচ্ছেন ২০ শতাংশ ডিসকাউন্ট।
‘চ্যাটজিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং’, ‘চাকরির পাশাপাশি বিজনেজ’ এবং ‘ক্যারিয়ার গ্রোথে ৯৯টি টিপস’– এ তিনটি ই-বুক কিনতেও গ্রাহকরা এ ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। ২৮ এপ্রিল পর্যন্ত এ অফার চলবে।
এ অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/learningbd-apr25 লিংকটিতে।