গ্রুপ পর্বের খেলা যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে বলে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) সিদ্ধান্ত নিয়েছে।
Published : 16 Oct 2023, 05:37 PM
মারামারির পর বন্ধ হয়ে যাওয়া বিনোদন জগতের তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) আবার শুরু হচ্ছে। মঙ্গলবার মাঠে গড়াবে এই খেলা।
গ্রুপ পর্বের খেলা যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে বলে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) সিদ্ধান্ত নিয়েছে।
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আট দলের ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সেলিব্রেটি ক্রিকেট লিগ ২০২৩ এর খেলা কাল থেকে (১৭ই অক্টোবর) শুরু হবে।"
"সকল দলের ক্যাপ্টেন এবং আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা।"
গত ২৯ সেপ্টেম্বর রাতে লিগের একটি খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যের জের ধরে উত্তেজনা তৈরি হয়, যা পরে মারামারিতে গড়ায়। এ নিয়ে তারকাদের অনেকেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন। এই ঘটনায় থানায় মামলাও হয়।
আয়োজক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আপনারা ইতিমধ্যে জেনেছেন খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে।"
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে তিন দিনের এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৮ সেপ্টেম্বর, যা শেষ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর রাতের খেলার পর মারামারির পর তা বন্ধ রাখা হয়।
সেদিন রাত ১০ টায় আয়োজিত খেলায় নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের কাছে অল্প রানে হেরে যায় আরেক নির্মাত দীপংক দীপনের দল। ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর পাল্টাপাল্টি মন্তব্যের জেরে উত্তেজনা বাড়তে থাকে। খেলোয়াড়দের কটাক্ষের সূত্র ধরে দুই দলের খেলোয়াড় ও সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পড়েন।
পরদিন সংবাদ সম্মেলন করে খেলা সাময়িক স্থগিত করে আয়োজক কমিটি। একই সঙ্গে মারামারিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মামলায় কতজনকে আসামি করা হয়েছে, তা প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান।
মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা খেলায় অংশ নিচ্ছেন। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।