সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা।
Published : 16 Jan 2024, 04:03 PM
একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আনিস আহমেদ। হঠাৎ নিখোঁজ হন তিনি, শুরু হয় শহরজুড়ে হইচই। এদিকে আনিস নিজেকে আবিষ্কার করেন এক পরিত্যক্ত ঘরে, বন্দি অবস্থায়। আনিসের অন্তর্ধান সূত্র ধরে রহস্যের জাল ঘন হতে থাকে। এমন গল্পের আভাস মিলেছেন ওয়েব সিরিজ 'অদৃশ্য'তে।
সেখানে 'আনিস আহমেদ 'চরিত্রটি করেছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে আছেন অপি করিম। মাহফুজ-আপির সেই ওয়েব সিরিজ 'অদৃশ্য'র ট্রেইলার এসেছে ইউটিউবে।
সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। প্রযোজনা করেছে আলফা-আই। আগামী ৫ অক্টোবর থেকে হইচইয়ে দেখা যাবে 'অদৃশ্য'।
আট বছর পর চলতি বছরে মুক্তি পাওয়া 'প্রহেলিকা' সিনেমা দিয়ে অভিনয়ে ফিরে এই সময়ের জনপ্রিয় মাধ্যম ওটিটিতে নাম লেখাতে দেরি করেননি অভিনেতা মাহফুজ আহমেদ।
মাহফুজের ভাষ্য, "স্ক্রিপ্টটি দারুণ আকর্ষণীয়। ওটিটিতে এটি আমার প্রথম কাজ। তাই দর্শকদের কেমন লাগল, তা জানার অপেক্ষায় আছি।"
ওটিটিতে অপির প্রথম কাজ ছিল 'ঢাকা মেট্রো'। এক সময়ের সহশিল্পী মাহফুজের সঙ্গে নতুন একটি কাজে যুক্ত হতে পেরে ‘আনন্দিত’ বলে জানান অপি।
‘অদৃশ্য’ সিরিজে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরও অনেকে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)