‘উইকেড’ সিনেমার শো চলবে ১৮টি এবং ‘রেড ওয়ান’র ২৩টি শো চলবে সিনেপ্লেক্সে।
Published : 22 Nov 2024, 01:56 PM
একই দিনে হলিউডের দুটি সিনেমা আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহের পর্দায়।
একটি মিউজিক্যাল ফ্যান্টাসি ‘উইকেড’; অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘রেড ওয়ান’।
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে এই দুই সিনেমা।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, জন এম চু পরিচালিত ‘উইকেড’র শো চলবে ১৮টি এবং জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ সিনেমার ২৩টি শো চলবে।
মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরই মধ্যে আলোচনায় এসেছে ‘উইকেড’। চিত্রনাট্য লিখেছেন উইনি হোলজম্যান ও ডানা ফক্স।
‘উইকেড’র দৃশ্যধারণের কাজ শুরু হয় ২০২২ সালের ডিসেম্বরে। পরের বছর হলিউডে ধর্মঘটের কারণে কাজে বাধা আসে। অবশেষে চলতি বছরের জানুয়ারিতে কাজ শেষ হয়।
গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে সিনেমার প্রিমিয়ার হয়েছে। অন্যতম চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে।
অন্যদিকে অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা ‘রেড ওয়ান’।
এই সিনেমায় অভিনয় করেছেন ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’ অভিনেতা ক্রিস ইভান্স।
হিরাম গার্সিফার একটি গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান।
‘রেড ওয়ান’ মুক্তি পায় ১৫ নভেম্বর।