ইডেন কলেজের অনুষ্ঠানে চলচ্চিত্রটির একটি গান প্রকাশিত হয়।
Published : 06 Nov 2022, 07:27 PM
অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা চট্টগ্রামে যে স্কুলে পড়েছিলেন, সেখান থেকে শুরুর পর ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার এবার হল ঢাকার ইডেন কলেজে, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি ইন্টারমিডিয়েট পাস করেছিলেন।
এ্ই সিনেমার কলাকুশলীরা রোববার ইডেন মহিলা কলেজে প্রচারে যান। নির্মাতা প্রদীপ ঘোষের সঙ্গে এই প্রচারে ছিলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসহ অন্যরা।
ইডেন কলেজে বাপ্পা, তিশা, মনোজকে কাছে পেয়ে শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং তাদের সেলফির আবদার মেটান তারকারাও।
তিশা বলেন, “প্রীতিলতা প্রত্যেকটি নারীর অনুপ্রেরণা। সবাই সিনেমাটি দেখলেই আমরা আরও কাজ করার সাহস পাব।”
২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি ১৮ নভেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এই সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন তিশা। গত বুধবার চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সিনেমাটির প্রচার শুরু হয়।
জীবনে প্রথম ইডেন কলেজে এসেছেন জানিয়ে তিশা বলেন, “করোনার কারণে অনেক দিন জনসমাগমে যাওয়া হয় না। অনেক দিন এত মানুষের সামনে আসলাম। ভীষণ ভালো লাগছে।”
অনুষ্ঠানে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের একটি গান প্রকাশিত হয়। গানের কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। যার সুর ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।
সংগীত পরিচালক ও শিল্পী বাপ্পা মজুমদার বলেন, “এই সিনেমা ইতিহাসের অনন্য চরিত্র প্রীতিলতাকে নিয়ে। আমি সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি দুই বছর আগে। সিনেমাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই।”
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক আবেদ খান বলেন, “এ প্রজন্মের জন্য প্রীতিলতাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে আশাবাদের সঞ্চার করবে।”
অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, “আমাদের তরুণ প্রজন্ম ইতিহাস ভুলতে বসেছে। এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে বীরকন্যা প্রীতিলতাকে জাতির সামনে তুলে ধরবে।”
ইডেন কলেজের সাবেক ভিপি, শিক্ষাবিদ এ এন রাশেদা প্রীতিলতার লেখা চিঠি পাঠ করেন অনুষ্ঠানে।
এ সিনেমায় বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। এ অভিনেতা বলেন, “আপনারা সিনেমাটির সঙ্গে থাকবেন এবং দেখবেন। সিনেমাটি দেখলে ইতিহাসের অনেক কিছু জানা যাবে। একজন পরিপূর্ণ মানুষের সমাজ, দেশের প্রতি কী দায়বদ্ধতা রয়েছে সেটি জানা যাবে।”
নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, “যেহেতু এটা ইতিহাসনির্ভর সিনেমা, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে। আমাদের ঘরে অর্থ না আসুক, সিনেমাটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।”