রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে খাবারের শতাধিক ভ্রাম্যমাণ দোকান। ফুচকা, চটপটি, পুরি, সিঙ্গারা ও চপ থেকে শুরু করে বিভিন্ন ভাজাপোড়া খাবার বিক্রি হয় সেখানে। তবে দোকানিদের কেউ কেউ ধোয়ামোছা থেকে শুরু করে রান্নার কাজে ব্যবহার করেন উদ্যানের বদ্ধ জলাশয়ের নোংরা পানি, যাতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি।
Published : 27 Apr 2025, 04:08 PM