স্প্যানিশ ফুটবল
লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
Published : 27 Apr 2025, 04:02 PM
ট্রফি শূন্য থাকার শঙ্কা আরেকটু বাড়লেও এখন এসব নিয়ে ভাবছেন না কার্লো আনচেলত্তি। আপাতত একমাত্র যে টুর্নামেন্টে শিরোপা জয়ের সম্ভাবনা বেঁচে আছে, সেটাতে মনোযোগ দিতে চান রেয়াল মাদ্রিদ কোচ। বার্সেলোনার বিপক্ষে আগামী মাসের বহুল প্রতীক্ষিত লড়াইয়ে কমিয়ে আনতে চান ব্যবধান।
চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপাজয়ী দলে সময়ের সেরা খেলোয়াড়দের একজন কিলিয়ান এমবাপে যোগ হওয়ায় চলতি মৌসুমে রেয়ালকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল সমর্থকদের। তবে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি ইউরোপের সফলতম দলটি। উল্টো ট্রফিশূন্য মৌসুম কাটানোর শঙ্কায় পড়ে গেছে তারা। সেখান থেকে বেরিয়ে আসতে লা লিগায় মনোযোগ দিচ্ছেন আনচেলত্তি।
৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে স্পেনের শীর্ষ লিগের চূড়ায় আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে চার পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল। আগামী ১১ মে এই দুই দলের লড়াই শিরোপা লড়াইয়ে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
কোপা দেল রের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের পর এখন সেই ম্যাচে বাড়তি মনোযোগ দিচ্ছেন আনচেলত্তি।
“আমরা লড়াই করেছি এবং লা লিগায় বার্সেলোনার বিপক্ষে আসন্ন ম্যাচেও আমরা লড়াই করব। আজ যেমন করলাম তেমন লড়াই আমরা করব।”
“লিগ শিরোপার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সম পর্যায়ের ফুটবল খেলেছি এবং শিরোপা জেতার খুব কাছে ছিলাম। শিরোপা জিততে না পেরে আমি খুবই ব্যথিত। তবে খেলোয়াড়দের দোষারোপের কিছু নেই, কারণ যেমন খেলার কথা আমরা তেমনই খেলেছিলাম।”
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে রেয়ালের বিদায়ের পর থেকে কোচ হিসেবে আনচেলত্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ব্রাজিলের কথা বলা হচ্ছে। কোপা দেল রের ফাইনালে হারার পর ফের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হওয়ার প্রসঙ্গ উঠল। ভবিষ্যত নিয়ে আলোচনা ভবিষ্যতের জন্যই রেখে দিলেন আনচেলত্তি।
“আমি চালিয়ে যেতে পারি, আমি থেমে যেতে পারি। তবে এটা আগামী কয়েক সপ্তাহের ইস্যু, আজকের নয়… ।”