সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাশমিকা মানদানার একটি ভুয়া ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অভিনেত্রীর মত দেখতে ভিডিওর সেই নারী আদতে রাশমিকা নন। অন্য এক নারীর ভিডিওতে কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে।
এই তথ্য জানার পরেই রোববার এক্স হ্যান্ডেলে অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অমিতাভ বচ্চন।
বিগ বি লেখেন, “বিষয়টা খুবই গুরুতর; এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক।”
আনন্দবাজার জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জারা প্যাটেল নামের এক নারীর ভিডিওতে কারসাজি করে মুখ বসানো হয়েছে রাশমিকার।
‘ডিপ ফেইক’ ভিডিওতে কালো পোশাক পরে লিফ্ট থেকে বেরিয়ে আসতে দেখা গেছে ওই নারীকে। তার পরনের যে পোশাক ছিল তাকে ‘আপত্তিকর’ বলেছেন নেটিজেনদের একাংশ।
২০২২ সালে অমিতাভের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন রাশমিকা। ‘গুডবাই’ সিনেমায় বিগ বি-র মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
শিগগিরি মুক্তি পাবে রাশমিকার আরেক সিনেমা ‘অ্যানিমাল’। এ সিনেমায় রাণবীর কাপুরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।