আট দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
Published : 22 Feb 2025, 02:21 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মত শুরু হয়েছে ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’।
দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে ৮টি বিভাগে নির্বাচিত ১৬টি নাটক নিয়ে এই উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আট দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে একাডেমির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় রংপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘ছিন্ন মুকুট’।
রাত ৮ টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘পোস্টমর্টেম’ নাটক মঞ্চস্থ হয়েছে।
এর আগে নাট্যোৎসবের উদ্বোধন করেন জুলাই আন্দোলনের সময় গুলিতে নিহত নাঈমা সুলতানার মা আইনুন নাহার। বিশেষ অতিথি ছিলেন শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
উৎসবের সূচি
শনিবার সন্ধ্যায় ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ নাটক দেখাবে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি।
রোববার সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘ভূত- অদ্ভুত’ মঞ্চায়ন হবে। রাত ৮টায় নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমি ‘বহমান আর্তনাদ’ মঞ্চায়ন করবে।
সোমবার সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘জাল’। রাত ৮ টায় মঞ্চায়িত হবে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘আয়নাঘর’।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নাটক ‘ফেরা’ মঞ্চায়ন করবে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি। রাত ৮ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করবে ‘লাশের ইশতিহার’।
বুধবার সন্ধ্যা ৭ টায় নাটক ‘ইনকিলাব’ মঞ্চায়ন করবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। রাত ৮ টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চায়ন করবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘কবর কিংবা শ্মশানের গল্প’ মঞ্চায়ন করবে। রাত ৮ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি ‘মায়াজাল’ মঞ্চায়ন করবে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘বরাভয়’। রাত ৮ টায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করবে ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’।