বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত।
Published : 06 Jul 2024, 05:08 PM
এলাহী কাণ্ড ব্যাপারটা আসলে কী হতে পারে, সেটি এরই মধ্যে ছোট ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলোয় বুঝিয়ে দিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। আর এক সপ্তাহ বাদে বিয়ের মূল অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরেও জমকালো আয়োজনের আভাস মিলেছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তবে সানাই বেজে গেছে শুক্রবার সন্ধ্যা থেকেই। মুম্বাইয়ে শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে 'সেলিব্রেশন অব হার্টস' শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রথমেই মঞ্চ মাতিয়ে দেন কানাডিয়ান তরুণ শিল্পী জাস্টিন বিবার। বিবারের গানের পর আম্বানিদের পারিবারিক নাচ এবং সালমান খান, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরসহ বলিউডের আরো কয়েক তারকা নাচে-গানে আসরে আলো ছড়ান।
অনুষ্ঠানে মাথায় হ্যাট, সাদা গেঞ্জি এবং তার ওপর জ্যাকেট চাপিয়ে বিবারের ‘বেবি’ ও ‘পিচস’ গানের পারফরমেন্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। এছাড়াও বিবার আরো গেছেছেন ‘লাভ ইয়োরসেল্ফ’, ‘হোয়্যার আর ইউ নাউ’ এবং ‘নো ব্রেইনার’সহ আরো কয়েকটি গান।
সেসময় হঠাৎই মঞ্চে উঠে যান বলিউডের পরিচিত মুখ ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি। তিনিও বিবারের সঙ্গে এ সময় গলা মিলিয়ে গাইতে শুরু করে দেন।
শোনা যাচ্ছে এক সন্ধ্যার পারফর্মেন্সের জন্যই আম্বানিদের কাছ থেকে বিবার নিয়েছেন ৮৩ কোটি রুপি। এর আগে ২০১৭ সালে দেশে একটি কনসার্টে অংশ নিতে প্রথমবার ভারতে এসেছিলেন বিবার।
তবে বিবারের পরিবেশনা ছাপিয়ে যায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ‘ওম শান্তি ওম’ সিনেমার ট্রাইটেল ট্র্যাকের গানে আম্বানি পরিবারের নাচের পারফরমেন্স।
এ সময় নাচতে দেখা যায় মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা মেহেতা, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে। সঙ্গে ছিলেন আম্বানিকন্যা ইশা আম্বানি ও জামাই আনন্দ পিরামলও।
এদিন আম্বানিদের আমন্ত্রণে হাজির ছিলেন বলিউডি তারকা রাণবীর কাপুর-আলিয়া ভাট, ইশা আম্বানির বান্ধবী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা, মাধুরী দীক্ষিত, সালমন খান, সারা আলি খান,রীতেশ-জেনেলিয়া,অর্জুন কাপুর,জাহ্নবী কাপুর এবং নতুন বাবা-মা বরুণ ধাওয়ান ও নাতাশা।
বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত। বিয়ের নিমন্ত্রণপত্র অতিথিদের কাছে পৌঁছে গেছে। এই নিমন্ত্রণপত্র গেছে সোনালি রঙের একটি বাক্সে করে।
গত ২৯ জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অন্তত ও রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১২ জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন ধরে। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব হবে। আর এর পরদিন আয়োজন করা হয়েছে বিবাহোত্তর সংবর্ধনার।
এর আগে বিবাহ পূর্ববর্তী দুটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অন্তত ও রাধিকা। প্রথম অনুষ্ঠানটি হয় ১ থেকে ৩ মার্চ পর্যন্ত, ভারতের গুজরাটের জামনগরে।
আলাদা আলাদা থিম ধরে তিন দিনের সেই অনুষ্ঠানে অতিথি সমাগম, অনুষ্ঠানের বৈচিত্র্য, ভারতীয় ঐতিহ্যের প্রদর্শন আর খরচের বহরে রীতিমত ইতিহাস গড়েছিল আম্বানিরা। আম্বানিদের ওই অনুষ্ঠানে পারফরম করার জন্য হলিউডের জনপ্রিয় পপ গায়িকা রিয়ানার মতো তারকাকে বিপুল পারিশ্রমিক দিয়ে জামনগরে আনা হয়েছে
হলিউড-বলিউডের সুপারস্টাররা তো ছিলেনই, বিশ্বের বিভিন্ন অঙ্গনের নামিদামি ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী, সংগীত আর খোলার মাঠের দাপুটেরাও এসেছিলেন জামনগরের ওই আয়োজনে।
বলিউডি সিনেমার তিন তারকা শাহরুখ খান, আমির খান এবং সালমান খানও নেচে গেয়ে মঞ্চ মাতিয়েছিলেন।
আমন্ত্রিতদের মধ্যে আরো ছিলেন ভুটান রাজ পরিবারের সদস্যরা, বিল গেটস, ডিজনির প্রধান বব ইগার, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। অনুষ্ঠানে এক হাজার অতিথির জন্য ভারতের ইন্দোরের জার হোটেল থেকে আনা হয়েছিল ২১ জন পাচক-পাচিকাকে।
পরের অনুষ্ঠানটি হয় ইতালিতে। গত ২৯ মে ইতালি থেকে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রাক-বিবাহের দ্বিতীয় অনুষ্ঠান উপভোগ করেন অনন্ত-রাধিকা। ওই সমুদ্রবিহারে বর-কন এবং আম্বানিদের স্বজনদের সঙ্গে সারা বিশ্বের ধনকুবের এবং সিনেমার নায়ক নায়িকাদের মধ্যে শাহরুখ খান, সালমান খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট ও তাদের কন্যা, রাণবীর কাপুর, এম এস ধোনি, সাক্ষী ধোনিও ছিলেন। ক্রুজটির নাম ‘লা ভিতা এ উন ভিয়াজ্জো’। জাহাজটি ১ জুন ফ্রান্সে পৌঁছায়।