সন্তানের জন্য অভিনয় ছাড়তে দুবার ভাববেন না দীপিকা।
Published : 09 Sep 2024, 09:42 PM
কন্যা সন্তান চেয়েছিলেন বলিউডের অভিনেতা রাণবীর সিং। তার মেয়ে যেন স্ত্রী অভিনেত্রী দীপিকা পাডুকোনের মত হয়, এটাই ছিল রাণবীরের প্রত্যাশা।
আর দীপিকার ভাষ্য ছিল, সন্তানের জন্য অভিনয় ছাড়তে দুবার ভাববেন না তিনি।
দীপিকা-রাণবীরের কোলজুড়ে মেয়ে সন্তান এসেছে রোববার। সদ্য বাবা-মা হওয়া এই দম্পতি এর আগে বিভিন্ন সময়ে সন্তান নিয়ে তাদের যেসব ভাবনার কথা বলেছেন, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
গত বছর আগে টেলিভিশন শো ‘দ্য বিগ পিকচারে’ উপস্থিত হয়ে রাণবীর বলেছিলেন, “আশা করছি আগামী দুই-তিন বছরের মধ্যে আমাদের সন্তান আসবে পৃথিবীতে। আমার স্ত্রীর কাছে একটাই আবদার, সেটা হল আমার কন্যা সন্তান চাই এবং সে দেখতে যেন দীপিকার মত হয়।
“এজন্য আমি ঠিক করেছি, দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় ওকে ওর ছোটবেলার ছবি দেখাব। তাহলে আমার মিষ্টি একটা মেয়ে হবে।”
ওই সময় রাণবীর আরো বলেছিলেন, তাদের ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তার নাম হবে শৌর্য বীর সিং।
তবে বাবা হওয়ার পর ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সন্তানের নাম নিয়ে কিছু বলেননি অভিনেতা।
আর ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, তিনি বাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার কোনো আপত্তি নেই।
মুম্বাইয়ের গিরগাঁওয়ে এইচএন রিলায়েন্স হাসপাতালে রোববার দীপিকা-রাণবীরের মেয়ের জন্ম হয়। সন্তান জন্মের বেশ কয়েকঘণ্টা পর ইনস্টাগ্রামে এই খুশির খবর ভাগ করে নেন তারা।
তারকা দম্পতি লিখেছেন “শিশুকন্যাকে স্বাগত।”
এই পোস্ট দেখা মাত্র নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সেই তালিকায় আছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রুবিনা দিলাইক, আথিয়া শেঠি, মালাইকা অরোরা, পূজা হেগরেসহ অনেক তারকা।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।
বিয়ের ছয় বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্তান আসার খবর জানিয়েছিলেন তারা।
পুরনো খবর
দীপিকা-রাণবীরের কোলজুড়ে এল কন্যা সন্তান
মাতৃত্বকালীন ফটোশুটে দীপিকা, অবসান 'সারোগেসি' বিতর্কের
দীপিকাকে ধরতে কেন হাত বাড়ালেন প্রভাস ও অমিতাভ