প্রতিম বলেছেন ‘চালচিত্র’র কেবল সিকুয়েল নয়, এটার প্রিকুয়েল নিয়েও ভাবা হচ্ছে।
Published : 28 Dec 2024, 03:13 PM
‘চালচিত্র’ নামের যে সিনেমা দিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র জগতে অভিষেক হয়েছে ঢাকার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর, সেই কাজটি নিয়ে সুখবর দিয়েছেন এর প্রযোজক।
প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফিরদৌসুল হাসান হিন্দুস্তান টাইমসকে বলেছেন, তারা ‘চালচিত্র’র যাত্রা এগিয়ে নিয়ে যাবেন।
গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্তার পরিচালনায় 'চালচিত্র'। সেখানে খল চরিত্রে ঢাকার অপূর্ব ছাড়া বাকি সবাই কলকাতার অভিনয় শিল্পী।
কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন টোটা রায় চৌধুরী। এছাড়া শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুসহ আরো অনেকে আছেন।
সিনেমা মুক্তির দুইদিন আগে প্রকাশ হয় এর ট্রেইলার। সিনেমা প্রচারকে ঘিরে কোনো অনুষ্ঠানেই অপূর্ব ঢাকা থেকে কলকাতায় যেতে পারেননি বলে ‘আফসোস’ করেছেন প্রতিম।
‘চালচিত্র’র প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, “সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। পরেরটিও প্রতিমই পরচিলনা করবেন।”
এছাড়া অপূর্বসহ এবারের অন্যান্য অভিনয়শিল্পীরাও পরেরটিতে থাকছেন বলে নিশ্চিত করেছেন প্রযোজক।
প্রতিম বলেছেন ‘চালচিত্র’র কেবল সিকুয়েল নয়, এটার প্রিকুয়েল নিয়েও ভাবা হচ্ছে।
চালচিত্রে দেখা গেছে কলকাতা শহরে একের পর এক অবিবাহিত নারী খুনের ঘটনা ঘটে। সেই খুনের ধরনেও ভিন্নতা রেখে যায় খুনি।
সিরিয়াল কিলিংয়ের ওই ঘটনা তদন্তে নেমে নাজেহাল হয়ে যায় চার পুলিশ কর্মকর্তা।
খুনখারাবি, তদন্ত আর পুলিশ অ্যাকশন ছাড়াও বাবা-মেয়ের গল্প, ক্লান্ত বৈবাহিক জীবন বয়ে নিয়ে চলা স্বামী-স্ত্রীর কথা , প্রেমে পড়া আর প্রেম করার গল্পও আছে সিনেমাতে।
তিনি বলেন, “সিনেমায় ১২ বছর আগেই খুন হওয়া বিষয়গুলি নিয়ে একটা অংশ ছিল, সেখানেই ব্রাত্য বসুর চরিত্রটিকে দেখা গিয়েছিল। ব্রাত্য বসুর সেই অংশটি পরের পার্টে থাকবে, সেখানে পুলিশ হিসাবে দেখা যাবে টোটা রায়চৌধুরী অনির্বাণ চক্রবর্তীকে।
“তাদের অভিনীত চরিত্র কনিষ্ক ও নাসির। এই পার্টটিই সিনেমার প্রিকুয়েল। এছাড়াও নতুন সিনেমার আরও একটা অংশে চালচিত্র সিনেমাটি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই আবার এগোবে। তাতে টোটা রায়চৌধুরীর সঙ্গে শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসুর চরিত্র দুটিও থাকবে। সিনেমার ক্লাইম্যাক্সে ব্রাত্য, অপূর্ব এবং তিন পুলিশ চরিত্রই থাকছে। ”
বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন অপূর্ব। সেখান থেকে কলকাতায় গিয়ে তিনি 'চালচিত্র'র দ্বিতীয় কিস্তির শুটিংয়ে যোগ দেবেন।
সিনেমার সিকুয়েল আসার খবরে খুশি টোটা রায় চৌধুরী।
তিনি বলেন, “পার্ট ২ আসা খুবই দরকার ছিল।”
আগামী বছরের দুর্গাপূজা বা বড়দিন ঘিরে ‘চালচিত্র ২’ মুক্তির পরিকল্পনা নিয়েছেন পরিচালক-প্রযোজক।
আরও পড়ুন
অপূর্বর মধ্যে 'শাহরুখের চার্ম' পেয়েছেন 'চালচিত্র' নির্মাতা