এই সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি।
Published : 10 Sep 2024, 01:12 PM
নারীকেন্দ্রিক চরিত্রে পর্দায় আসছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম।
সৌভিক কুণ্ডুর পরিচালনায় ওয়েব সিরিজ ‘কাবেরী’ আসছে হইচইয়ে। আর এ সিরিজের মাধ্যমেই ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে পরিচালক সৌভিকের।
আনন্দবাজার লিখেছে, সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি।
সৌভিক কুণ্ডু বলেছেন, কাবেরী চরিত্রটি গার্হস্থ্য নির্যাতনের শিকার। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে সিরিজের গল্প এগিয়েছে। আপাত ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়ায়, তার উত্তর দেবে এই সিরিজ।
পরিচালক বলেন, “পাওলির চরিত্রটির সঙ্গে রহস্য এবং চমক বুনে দেওয়া হয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী।”
পাওলির কথায়, “আমার কাছে কাবেরী কেবল কোনো চরিত্র নয়, একটা আলাদা সফর। যে সমস্ত নারীরা ভুক্তভোগী, আশা করছি এই সিরিজটা তাদের মনোবল যুগিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিতে সহযোগিতা করবে।”
সিরিজটির শুটিং শেষ হয়েছে জানিয়ে সৌরভ বলেছেন, ‘কাবেরী’ মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। তবে শিগগিরই দিন-তারিখ ঘোষণা করা হবে।
পাওলি টিভি সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করেছিলেন ২০০৩ সারে। এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৬ সালে, ‘তিন ইয়ারির কথা’ সিনেমা দিয়ে।
অভিনয় শুরুর পর ভিন্নধর্মী চরিত্র বাছাই আর অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হন পাওলি। ‘কালবেলা’ সিনেমা দেখে তাকে ফোন করে প্রশংসা করেছিলেন প্রয়াত পরিচালক মৃণাল সেন।
এরপর হিন্দি, বাংলা মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয় করেন পাওলি। এই অভিনেত্রীর ‘থানা থেকে বলছি’, ‘তখন ২৩’, ‘কাগজের বউ’ বেশ প্রশংসিত হয়েছে।