গৌরব বলেছেন, অভিনেতা যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের সংসার ভাঙতে বসেছে বলে যে খবর এসেছে তাতে তিনি মর্মাহত।
Published : 01 Aug 2024, 01:23 PM
গত কয়েকদিনে কলকাতার বাংলা সিনেমা-সিরিয়ালের অভিনয় শিল্পীদের দাম্পত্য কলহের খবর আলোড়ন তুলেছে। সহশিল্পীদের সাংসারিক জীবনের সেসব সংকট নাড়া দিয়েছে মহানায়ক উত্তম কুমারের দৌহিত্র অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে।
গৌরবের স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমার। ২০২০ সালে তারা বিয়ে করেছেন। এটি গৌরবের দ্বিতীয় বিয়ে।
আনন্দবাজারকে গৌরব বলেছেন, অভিনেতা যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের সংসার ভাঙতে বসেছে বলে যে খবর এসেছে, তাতে তিনি ‘মর্মাহত’।
গৌরব বলেন, “যিশুদা ও নীলাঞ্জনাদির বিচ্ছেদের খবর শুনেছি। যাদের অনুপ্রেরণা ভাবে মানুষ, তাদের জীবনে খারাপ কিছু ঘটলে অদ্ভুত একটা অনুভূতি হয়, মন খারাপ লাগে। আমার ও দেবলীনার এসব দেখে ভয় হচ্ছে। তবু এত কিছুর মধ্যে যতটা ভালো থাকা যায় তার রসদটা খুঁজে নেওয়ার চেষ্টা করছি।”
তবে দেবলীনার সঙ্গে এ ধরনের সংকট নিয়ে আলোচনা হয় জানিয়ে গৌরব বলেন, “কখনও যদি আমাদের সম্পর্কে এমন দুঃসময় আসে, কীভাবে সামাল দেব, সেটা নিয়ে আমরা আলোচনা করি মাঝেমধ্যে।“
অভিনয়ের মঞ্চ, ভোরবেলায় কোলাহলহীন রাস্তায় একসঙ্গে সাইকেল চালানো বা শরীরচর্চা, নানা ধরনের কাজ গৌরব ও দেবলীনা একসঙ্গে করে থাকেন।
গৌরবের ভাষ্য, নানা কিছুতে তিনি এবং তার স্ত্রী স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রেখেছেন।
“কারণ আমরা স্বভাবে বিপরীত মেরুর মানুষ। দেবলীনা চঞ্চল, প্রাণোচ্ছল। আমি অতটা নই। পার্টি করা বা হইহই করা আমার মোটেও পছন্দ নয়। বাইরের লোক দেখলে নিজেকে খানিকটা গুটিয়ে নিই। দেবলীনার আক্ষেপ, আমি রোম্যান্টিক নই।”
তবে দুজনের এই বৈপরীত্য জীবন যাপনে কিছু সুবিধাও এনে দিয়েছে জানিয়ে দেবলীনা বলেন, “দুজনেই দুজনকে যার যার মত করে বাঁচার জায়গাটুকু ছাড়তে জানি আমরা।”
কয়েকদিন আগে খবর আসে কলকাতার বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত এবং এক সময়ের অভিনেত্রী-মডেল নীলাঞ্জনা সেনগুপ্ত আর এক সঙ্গে থাকছেন না। সহকারীর সঙ্গে যীশুর প্রেমের কারণে তাদের ২০ বছরের সাংসারিক জীবনে ফাটল ধরেছে। ইনস্টাগ্রামে নীলাঞ্জনা এবং তার বড় মেয়ে সারা আনফলো করেছেন যীশুকে।
দুজনের কেউ এ বিষয়ে সাংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। কিন্তু দুজনেই বিচ্ছেদের জন্য আইনি পরামর্শ নিচ্ছেন।
এর মধ্যে ছোটপর্দার অভিনেতা ঋষি কৌশিকের ১২ বছরের দাম্পত্যে ভাঙনের খবর প্রকাশ হয়েছে। আনন্দবাজার লিখেছে এক ভিডিও বার্তায় ঋষি কারোর নাম উল্লেখ না করে তার ‘ভঙ্গুর’ বিবাহিত জীবনের গল্প শুনিয়েছেন। সোশাল মিডিয়ায় ঋষির ইদানিংকালের পোস্টগুলোও বলছিল, স্ত্রী দেবযানী চক্রবর্তীর সঙ্গে অভিনেতার সম্পর্ক ভালো যাচ্ছে না।
এতে অনেকে ভেবেছেন, ঋষি-দেবযানীর ১২ বছরের সংসার ভাঙতে বসেছে।
এসব আলোচনার মধ্যে সোমবার অভিনেতা নতুন ভিডিওতে বলেছেন, তিনি নাকি ভালোই আছেন। আরো বলেছেন, শিগগিরই নতুন কাজ আর চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
পুরনো খবর