‘মুফাসা: দ্য লায়ন কিং’ এর হিন্দি সংস্করণে বাবা ও ভাইয়ের সঙ্গে শোনা যাবে শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের কণ্ঠ।
Published : 14 Dec 2024, 11:41 PM
ভারতের হিন্দি সিনেমার অভিনেতা শাহরুখ খান বলেছেন হালের জামানায় হিন্দি ভাষাভাষীর পরিবারের শিশুদের হিন্দি বলার প্রবণতা কম, বরং ইংরেজিতে কথা বলতে তারা ‘স্বচ্ছন্দ' বোধ করে।
তার এইঅভিজ্ঞতা হয়েছে ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ইনস্ট্রাগামে একটি ভিডিও শেয়ার করে শাহরুখ তার দুই ছেলে আরিয়ান খান ও আব্রামকে নিয়ে মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’ র কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে শাহরুখ কিছু বিপত্তির কথা বলেন।
২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি সংস্করণে কণ্ঠ দেন শাহরুখ খান, সঙ্গে ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান।
সেবার ‘লায়ন মুফাসা’ হন শাহরুখ খান আর লায়ন মুফাসার ছেলে, মূল চরিত্র ‘লায়ন সিম্বা’ হয়েছিলেন আরিয়ান।
এবার আসছে ওই সিনেমার দ্বিতীয় পর্ব ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সিনেমার হিন্দি সংস্করণে বাবা ও ভাইয়ের সঙ্গে শোনা যাবে শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের কণ্ঠ। শিশু মুফাসার চরিত্রে আব্রাম কণ্ঠ দিয়েছেন।
আব্রামের কাজ নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেছেন এক দশক আগে বড় ছেলে আরিয়ান যখন এই সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন, তখন আরিয়ানের হিন্দি সংলাপ সাবলীল ছিল।
“আগের বার যখন আরিয়ানের সঙ্গে কাজ করছিলাম, তখনকার সঙ্গে এখনকার অনেক ফারাক। কারণ আশেপাশের মানুষ তখন অনেক বেশি হিন্দি বলত। বাড়িতেও হিন্দি শুনেছে আরিয়ান। তাই ওর পক্ষে হিন্দি সংলাপ বলা সহজ হয়েছিল।
“কিন্তু এখনকার শিশুরা হিন্দিতে অভ্যস্ত নয়। তারা নিত্য কথা বলে ইংরেজিতে। তাই এবারে সিনেমার ডাবিং করতে গিয়ে কষ্ট করে আব্রামকে হিন্দি বলানো অভ্যাস করতে হয়েছে।”
এগারো বছরের আব্রামকে বোন সুহানা হিন্দি শিখতে সাহায্য করেছেন বলেও জানিয়েছেন শাহরুখ।
“আমি খুশি যে আব্রাম এই কাজটার জন্য দারুণ পরিশ্রম করেছে। ২০ থেকে ২৫টি হিন্দি সংলাপ আব্রাম ওর দিদির সঙ্গে বসে অভ্যাস করেছে। সুতরাং বলাই যায়, এই কাজটার সঙ্গে পুরো পরিবার জড়িয়ে রয়েছে।”
শাহরুখের কথায় উঠে এসেছে তার ছেলেদের কণ্ঠস্বরের প্রশংসা। তিনি মনে করেন আব্রামের গলার স্বর এখন খুবই নরম। তবে বয়সের সাথে এই স্বর বদলাবে সেটাও তিনি জানান।
শাহরুখ বলেন, “আরিয়ানের ছোটবেলার রেকর্ডিং এক রকম। এখন যখন আমি আরিয়ানের গলা শুনি, আমার অন্য রকম মনে হয়। আমার মনে হয়, আজ থেকে ৮-১০ বছর পরে আব্রামের কণ্ঠস্বরেও এই পরিবর্তন আসবে। একটি সিনেমায় আমার সঙ্গে আরিয়ান, আব্রামের শিশু বয়সের কণ্ঠস্বর সংরক্ষিত হয়ে থাকবে, এটা আমার কাছে দারুণ স্মৃতি। এটা একটা স্মারক।”
অস্কার পাওয়া ‘দ্য লায়ন কিং’র অর্জনের শেষ নেই। মাত্র ৮৮ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র নিবন্ধনের ‘লাইব্রেরি অব কংগ্রেস’ এ স্থান করে নেয়।
সেখানে এই সিনেমা সম্পর্কে লেখা হয়, ‘সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং শৈল্পিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।’
‘মুফাসা: দ্য লায়ন কিং’ সিনেমাটি পরিচালনা করছেন ব্যারি জেনকিনস। এটি মূলত একটি ‘প্রিকুয়েল’। ‘সিম্বা’র বাবা ‘মুফাসা’কে খুঁজে বার করার কাহিনি। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
'মুফাসা'র সঙ্গে নিজের জীবনের মিল পান শাহরুখ