চলতি বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুফাসা : দ্য লায়ন কিং।’
Published : 01 Dec 2024, 03:42 PM
“লায়ন মুফাসা হল সেই রাজা, যারা রাজত্বের কোনো মোহ নেই, জুটেছে কেবল বিষন্নতার রাজত্ব, একাকীত্বের রাজত্ব”- এই কথাগুলো বলেছেন মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’ র সিংহ ‘লায়ন মুফাসা’র চরিত্রে কণ্ঠ দেওয়া অভিনেতা শাহরুখ খান।
ভারতীয় হিন্দি সিনেমার এই অভিনেতার ভাষ্য, লায়ন মুসাফার সঙ্গে তিনি নিজের জীবনের মিল খুঁজে পান।
দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন তিনি মনে করেন মুফাসার শিরার মধ্যে একটা আলাদা জেদ বইছে।
“সেই জেদের জোরেই মাটি থেকে উঠে আকাশ স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছে এই সিংহ। কঠিন পরিস্থিতির ঝড় মাথায় নিয়ে দাঁড়িয়েছে সে। এটাই একজন সত্যিকারের রাজার পরিচয়। এই গল্পের অনেকটাই চেনা চেনা মনে হচ্ছে না?”
শাহরুখ বলেন, “এই গল্পটার সঙ্গে আমার জীবনের মিল খুঁজে পেলেন না? আমার গোটা জীবনটা এমন মুফাসার মত।“
১৯৯৪ সালের ১৫ জুন ডিজনির ‘দ্য লায়ন কিং’ সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকপ্রিয়তা এবং রোজগারে ইতিহাস গড়ে সিনেমাটি।
অস্কার পাওয়া এই সিনেমার অর্জনের শেষ নেই। মাত্র ৮৮ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র নিবন্ধনের ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এ স্থান করে নেয়।
সেখানে এই সিনেমা সম্পর্কে লেখা হয়, ‘সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং শৈল্পিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।’
২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি সংস্করণে কণ্ঠ দেন শাহরুখ খান, সঙ্গে ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান।
সেবার ‘লায়ন মুফাসা’ হন শাহরুখ খান আর লায়ন মুফাসার ছেলে, মূল চরিত্র ‘লায়ন সিম্বা’ হয়েছিলেন আরিয়ান।
এবার আসছে ওই সিনেমার দ্বিতীয় পর্ব ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সিনেমার হিন্দি সংস্করণে বাবা ও ভাইয়ের সঙ্গে শোনা যাবে শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের কণ্ঠ। শিশু মুফাসার চরিত্রে আব্রাম কণ্ঠ দিয়েছেন।
দুই ছেলেকে সঙ্গে নিয়ে করা এই কাজটি নিয়ে শাহরুখের ভাষ্য, “ডিজনির সঙ্গে এটি আমার জন্য একটি বিশেষ কাজ, কারণ আমার ছেলে, আরিয়ান এবং আব্রাম এই সফরের অংশ। তাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করা সত্যিই দারুণ।“
চলতি বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুফাসা : দ্য লায়ন কিং।’