‘ফারাজ’ এর মুক্তিতে ‘শনিবার বিকেল’ নিয়ে ফারুকীর হতাশা
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো তরুণ ফারাজ আইয়াজ হোসেনকে নিয়ে ভারতীয় সিনেমা ফারাজ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। একই ঘটনা নিয়ে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ চার বছরের বেশি সময় ধরে আটকে আছে সেন্সর ‘জটিলতায়। ফেইসবুকে এক পোস্টে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ফারুকীর প্রশ্ন, তার ‘সাজা পাওয়ার’ একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?
এ পর্যন্ত হিন্দি চলচ্চিত্র মুক্তির দিন হিসেবে তারা দাবি করেছেন ২৫ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি ও সর্বশেষ ৩ মার্চকে। এই যে সিরিয়াল গুজব, তার একটি মানচিত্র আঁকা জরুরি বলে মনে করছি।