কর্নাটকের হাম্পিতে ‘কাকাবাবুর’ দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।
Published : 12 Mar 2025, 10:51 AM
‘বিজয়নগরের হিরে’ গল্পে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র কাকাবাবু সিরিজের যে সিনেমাটি পর্দায় আসছে, তাতে আরিয়ান ভৌমিকই সন্তু চরিত্রে বহাল থাকছেন।
আনন্দবাজার লিখেছে কর্নাটকের হাম্পিতে ‘কাকাবাবুর’ দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।
নির্মাতারা প্রথমে জানিয়েছিলেন, সিনেমায় সন্তুর ভূমিকায় অভিনয় করবে অর্ঘ্য বসু রায়। কারণ সুনীলের লেখায় বা সৃজিত মুখার্জির নির্মাণে কাকাবাবুর আগের সিরিজগুলোয় সন্তুকে কিশোর বয়সী দেখানো হয়েছে।
২০১৩ সালে আরিয়ান যখন প্রথমবার ‘মিশর রহস্যে’ কাজ করেন, তখন এই অভিনেতা বয়সে কিশোর ছিলেন, তাই চরিত্রের সঙ্গে দারুণ মানিয়ে গিয়েছিলেন তিনি।
এরপর ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমাও আরিয়ানকে খুব একটা বেমানান লাগেনি।
কিন্তু চলতি বছরে এসে সৃজিতের বদলে পরিচালক চন্দ্রাশিস রায় যখন কাকাবাবু নিয়ে মাঠে নামলেন, স্বাভাবিকভাবেই আরিয়ান আর কিশোর বয়সে আটকে নেই। তাই সন্তু চরিত্রে প্রথমে অর্ঘ্য বসু রায়কে ঠিক করা হয়।
কিন্তু নির্মাতারা ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তার কথা মাথায় রেখে আরিয়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
কাকাবাবুর চরিত্রে বরাবরের মত আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া সৃজিত মুখোপাধ্যায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর পর নতুন কাকাবাবু পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়।
'কাকাবাবুকে' ফেরাচ্ছেন প্রসেনজিৎ, পরিচালকে বদল