কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ গল্পটি।
Published : 24 Feb 2025, 10:44 AM
সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় কাকাবাবু চরিত্রটি ফের পর্দায় নিয়ে আসছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তবে এবারে বদলে যাচ্ছে কাকাবাবুর ভাইপো সন্তুর ভূমিকার অভিনেতা ও পরিচালকও।
কাকাবাবুর প্রত্যাবর্তনের এই খবর দিয়েছে আনন্দবাজার।
কলকাতার এই দৈনিকটি লিখেছে, পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটিতে দর্শকরা কাকাবাবুর রহস্য অভিযানের স্বাদ পেয়েছিলেন তিনটি সিনেমায়। এবারে আর সৃজিত লাইট-ক্যামেরার পেছনে থাকছেন না।
কাকাবাবুর নতুন সিনেমা পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। এর মধ্যে কলকাতায় প্রযোজনা সংস্থা এসভিএফের কার্যালয়ে সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সিনেমা সঙ্গে যুক্ত কলাকুশলীরা।
কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ গল্পটি। এবার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে; সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে ব্রত বন্দ্যোপাধ্যায়।
আগের সিরিজগুলোয় সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক।
কাকাবাবুকে নিয়ে সৃজিতের প্রথম সিনেমা ‘মিশর রহস্য’, যা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে।
এরপরে ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
এই মুহূর্তে নির্মাতারা অন্যান্য চরিত্রের অভিনেতা বাছাই করছেন।
‘বিজয়নগরের হিরে’ সিনেমার শুটিংও শুরু হবে শিগগিরই।