“প্রেমিক হলে এমনই হতে হয়, কত যত্ন, খেয়াল,” হৃত্বিককে নিয়ে মন্তব্য তার ভক্তের।
Published : 05 Apr 2023, 12:18 PM
‘প্রেমিক হলে হৃত্বিক রোশনের মতই হতে হয়’-এমন মত ভক্তদের। হঠাৎ করে হৃত্বিকের প্রেম বন্দনার কারণ হল একটি ছবি। যেখানে দেখা গেছে, প্রেয়সী সাবা আজাদের জুতো হাতে পার্টিতে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন হৃত্বিক।
গেল সপ্তাহে মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি’ কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউডি নায়ক হৃত্বিক, সঙ্গে ছিলেন তার প্রেমিকা সাবা। সেখানে ফ্যাশন ডিজাইনার অমিত আগারওয়ালের সঙ্গে ছবি তোলার সময় হিল জুতো খুলে ফেলেন সাবা।
এনডিটিভি জানিয়েছে, অমিত ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করলে পরে সেটি নেট দুনিয়ায় ছড়িয়ে পরে। ওই ছবিতে দেখা যায়, সাবা-অমিতের পেছনে হৃত্বিক কথা বলছেন একজনের সঙ্গে, তার হাতে ঝুলছে সাবার জুতো।
এই ছবিতে ভক্তদের কমেন্ট এসেছে জোয়ারের মত। একজন লিখেছেন, “হৃত্বিক যেভাবে জুতো ধরে আছেন, খুব ভালো লাগছে।“
“প্রেমিক হলে এমনই হতে হয়, কত যত্ন, খেয়াল,” মন্তব্য একজনের।
আরও একজনের কথা হল, “এই ছবিতে সবচেয়ে সুন্দর অংশ হলেন হৃত্বিক।”
ওই অনুষ্ঠানে সাবার সঙ্গে নিজের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হৃত্বিক।
গত মাসে শোনা গিয়েছিল চলতি বছরের নভেম্বরে বয়সে ১৬ বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন ৪৯ বছর বয়সী হৃত্বিক।
পরে ভারতের সংবাদমাধ্যম জানায় হৃত্বিক-সাবার হাতে বেশ কিছু কাজ রয়েছে। সেগুলো মিটিয়ে এ বছর সুবিধাজনক একটি সময়ে বিয়ের পিঁড়িতে বসবেন দুজন। পরিবারের সবাই থাকবেন সেই বিয়েতে।
গতবছর হৃত্বিক ও সাবা আজাদের প্রেমকাহিনীতে মুখর ছিল বলিউড। হৃত্বিকের লম্বা সময়ের একাকী জীবনে সাবার নামটি শোনা যায় গত বছরের মাঝামাঝি সময়ে। প্রেমের শুরু থেকেই অবশ্য দুজনের কেউ বিষয়টি নিয়ে তেমন লুকোছাপা করেননি। আর কিছুদিন আগে শোনা যায়, মুম্বাইয়ে অ্যাপার্টমেন্ট কিনে এই জুটি একসঙ্গে থাকছেন।
আগামীতে ‘ফাইটার’ সিনেমায় আসছেন হৃত্বিক; আর সাবা আজাদকে সর্বশেষ দেখা যায় ওয়েব সিরিজ ‘রকেট বয়েজে’।
পুরনো খবর
হৃত্বিকের জন্মদিনেই এল বিয়ের খবর, কনে সবার চেনা
হৃত্বিকের ‘নতুন প্রেমিকা’র প্রশংসায় সাবেক স্ত্রী