“আমি আত্মবিশ্বাসী যে নতুন জাংকুককে খুঁজে পাবেন সবাই।"
Published : 28 Oct 2023, 08:27 AM
মাত্র দুই মাসের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় একক গান প্রকাশ করেছেন কোরীয় ব্যান্ড 'বিটিএস'র সদস্য জাংকুক।
আইটিউনস, বিলবোর্ড থেকে স্পটিফাই, সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে রেকর্ড গড়া জাংকুকের 'সেভেন' গানের রেশ কাটতে না কাটতেই শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এসেছে তার 'থ্রিডি' শিরোনামের গানটি।
গান প্রকাশের সঙ্গে নিজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাংকুক।
তিনি বলেন, " 'থ্রিডি' এমন একটি গান যা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনোযোগ ধরে রাখে। আমার বিশ্বাস আপনাদের ক্ষেত্রেও তাই হবে। আমি আত্মবিশ্বাসী যে নতুন জাংকুককে খুঁজে পাবেন সবাই।"
এই গানে জাংকুকের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের গায়ক জ্যাক হারলো।
জাংকুক বলেন,"তিনি আমার অনেক পছন্দের একজন শিল্পী। এবং তিনি স্বেচ্ছায় এই মিউজিক ভিডিও শুটিংয়ে অংশ নিয়েছিলেন। আমরা দারুণ মজা করে কাজটি করেছি।"
‘থ্রিডি’ গানটি 'আরএন্ডবি ও পপ' ঘরানায়। 'বিটিএস' এর এজেন্সি 'বিগহিট মিউজিক বলেছে, "থ্রিডি দিয়ে একক শিল্পী হিসেবে জাংকুকের বেড়ে ওঠা ও পরিপক্বতার সাক্ষী হবেন শ্রোতারা।’
১২ বছর বয়সে ২০১৩ সালে বিটিএসের সঙ্গে যাত্রা শুরু করেন জাংকুক। 'দলের বাইরে নিজে একক ক্যারিয়ার গড়তে গত বছর থেকে বিরতিতে আছেন তিনি। জাংকুকের ভাষ্য, অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করে শিগিগরই বিটিএসে ফিরবেন।
তিনি বলেন, "নিজেদের গড়তে দারুণ সময় পার করছি আমরা। ব্যক্তিগতভাবে ঋদ্ধ হয়ে বিটিএসে ফেরার পর ব্যান্ডটি আরও দৃঢ় হবে। আমি শিগগিরই সেই ঘটনার সাক্ষী হতে চাই।"
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেন জাংকুক। সেটিই ছিল বিটিএসের বাইরে তার প্রথম কোনো গান।
এছাড়া গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়ান তিনি। সংবাদসূত্র: দ্য কোরিয়া টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)