ছবি ছাড়াও মেকআপ করার সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যীশু।
Published : 14 Oct 2023, 05:47 PM
শারদীয় দুর্গোৎসবে কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তর সিনেমা আসছে দুটি। একটি নিজের রাজ্য পশ্চিমবঙ্গে, আরেকটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে; দুই চলচ্চিত্রেই এ অভিনেতা হয়েছেন খলনায়ক।
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় যীশু একজন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন। যে খুনি মনে করেন, মানুষ খুন করে তিনি কোনো অপরাধ করছেন না, বরং সমাজের জঞ্জাল সাফ হচ্ছে।
আর তামিল সিনেমার নাম হল ‘টাইগার নাগেশ্বর রাও’; যেখানে যীশু পুলিশের একজন অসাধু কর্মকর্তা।
‘টাইগার নাগেশ্বর রাও’ সিনেমায় নিজের একটি লুক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন যীশু। তিনি বলেছেন, “আপনারা যদি ভেবে থাকেন জীবনে অনেক বদমাইশ পুলিশ অফিসার দেখে ফেলেছেন তাহলে আমি দুঃখিত। কথা দিচ্ছি, এবার তেমন একজনকে দেখবেন।”
গায়ে খাঁকি উর্দি চাপানো, বন্দুক হাতে কপালে কাটা দাগ ও ঘোলাটে চোখের রাগি চেহারা তৈরির পেছনের গল্প শুনিয়েছেন যীশু।
“চোখ ঘোলা করতে আর কপালের কাটা দাগটা গভীর করতে রূপটান শিল্পীরা এত পরিশ্রম করেছেন যে বলার নয়। তাদের ধৈর্য দেখে আমিই অধৈর্য হয়ে পড়তাম। বারবার ভাবতাম এই বোধহয় কাজ শেষ হল, কিন্তু না।। তারা নিজেরাই নিজেদের কাজে সহজে সন্তুষ্ট হতেন না। কিন্তু বলতেই হয়, তারা কাজ জানেন। মেকআপ শেষে যখন আয়না দেখেছি, নিজেকে চিনতে কষ্ট হয়েছে।”
ছবি ছাড়াও মেকআপ করার সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যীশু। সেখানে ভক্তদের শুভেচ্ছা আর প্রশংসাবার্তার ছড়াছড়ি।
একজন বলেন, “হায় রে অভাগা বাঙলি! এই নায়কের কদর বুঝল না’।
আরেকজনের মন্তব্য, “বাংলায় অভিনেতা অভিনেত্রীরা শুধু সবাই নোংরা রাজনীতি পারে। তুমি দেখিয়ে দিলে বাংলার বাঙালি অভিনয়টাও পারে।’
আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ‘টাইগার নাগেশ্বর রাও’। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন তেলেগু অভিনেতা রবি তেজা। আরও আছেন নূপুর শ্যানন, রেনু দেশাই এবং অনুপম খেরের মত তারকারা।
সিনেমাটি পরিচালনা করেছেন ভামসি কৃষ্ণ। সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: