চরকি ও দীপ্ত প্লের পাশাপাশি হইচইয়েও দেখা যাচ্ছে হরর গল্পের সিরিজ ও সিনেমা।
Published : 03 Nov 2024, 04:35 PM
হ্যালোইন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে বেশ কিছু ভৌতিক গল্পের সিনেমা ও সিরিজ।
এসব সিরিজের মধ্যে পাওয়া যাবে অভিনেতা মোশাররফ করিমের ‘বোয়াল মাছের ঝোল’ ও ইরেশ যাকেরের ‘বিভাবরী’।
এছাড়া সাইকোলজিক্যাল থ্রিলার 'মিথ্যা' সিরিজের সিকুয়্যেল 'মিথ্যা: দ্য ডার্ক চ্যাপ্টার'ও এসেছে ওটিটিতে। চলতি সপ্তাহের ওটিটি জগতের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
‘বোয়াল মাছের ঝোল’ নিয়ে মোশাররফ
চরকিতে গত বৃহস্পতিবার এসেছে ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’র প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’। মোশাররফ করিম অভিনীত এই সিরিজ নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণে। শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে চরকির এ সিরিজটি পরিচালনা করেছেন কাজী আসাদ।বিভিন্ন পর্বে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ কয়েকজন।
ভৌতিক গল্প এনেছে 'বিভাবরী'
দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা 'বিভাবরী'। টিটো রহমানের নির্মাণে এতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী ও রিফাহ নাজিবা। ‘বিভাবরী’র গল্পে দেখা যাচ্ছে নীতু নামের এক তরুণী কাজ করেন ডে কেয়ার সেন্টারে বেবিসিটার হিসেবে।ঢাকায় মেয়েটি থাকেন একটি হোস্টেলে। কাজের জায়গা থেকে হোস্টেলে ফেরার পথে মেয়েটি মাঝেমধ্যেই অদ্ভুত শব্দ শুনতে পায়। একদিন কাজের জন্য শহর থেকে দূরে যেতে হয় নীতুকে, আর ঘটতে থাকে নানা ঘটনা। নীতুর সঙ্গে ঘটে যাওয়া ওই সব ঘটনা নিয়ে বানানো হয়েছে এই সিনেমা।
পরমব্রতের 'নিকষ ছায়া'
ভারতের পশ্চিবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় হইচইয়ে ফের এসেছে ভৌতিক গল্পের সিরিজ ‘নিকষ ছায়া’। এই সিরিজে দেখা গেছে হাসপাতাল থেকে দুটি মৃতদেহ চুরির ঘটনা ঘটে, এর রহস্যভেদ করতে মাঠে নামে পুলিশ। এই ঘটনা ঘিরে অলৌকিক অপশক্তির উৎপাত ছড়িয়ে পড়ে পুরো শহরে। যে রহস্যের কূলকিনারা করতে পুলিশ ব্যর্থ হয়। অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, গৌরব চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায়, অনিন্দিতা বোসসহ আরও অনেকে।
'মিথ্যা: দ্য ডার্ক চ্যাপ্টার' জি ফাইভে
শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে চলছে 'মিথ্যা: দ্য ডার্ক চ্যাপ্টার'। এটি ২০২২ সালের সাইকোলজিক্যাল-থ্রিলার শোয়ের সিক্যুয়াল। দুই সৎ বোন জুহি এবং রিয়ার প্রতিদ্বন্দ্বিতার গল্প তুলে ধরেছে এই সিরিজটি। এতে দেখা যাবে জুহি একজন সফল লেখক; তিনি একজন রহস্যময় লেখকের কাছ থেকে ‘লেখা চৌর্যবৃত্তির’ অভিযোগের মুখোমুখি হন। সিরিজটি পরিচালনা করেছেন কপিল শর্মা। এতে অভিনয় করেছেন হুমা কুরেশি, অবন্তিকা দাসানি রজিত কাপুর, ইন্দ্রনীল সেনগুপ্ত, অবন্তিকা আকেরকর, রুশাদ রানা এবং কৃষ্ণা বিস্ত।