প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দেখা যাবে এ নাটক।
Published : 01 Sep 2024, 07:20 PM
মাছরাঙা টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’।
এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দেখা যাবে এ নাটক।
শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু।
‘সিটি লাইফ’ নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, সাইদুর রহমান পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীনসহ আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, উন্নত জীবনযাপনের জন্য গ্রামের সম্পত্তি বিক্রি তিন সন্তান নিয়ে ঢাকায় স্থায়ী হন মোর্শেদ মাহমুদ ও তার স্ত্রী রেনু।
ঢাকায় এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে তিন সন্তানের দ্রুত পরিবর্তন এবং পারিবারিক অশান্তির নানা গল্প উঠে আসবে নাটকটিতে।
পরিচালক রাজু বলেন, "পারিবারিক সুখ-শান্তির প্রেক্ষাপট নিয়েই এই গল্প। যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক সন্তানই বখাটে হয়ে যায়। মা-বাবাকে দুশ্চিন্তায় ফেলে। তাদের জন্য সুন্দর সুখের সংসার নষ্ট হয়ে যায়। এমনই এক পরিবারের গল্প এটি। দর্শক পছন্দ করবে আশা করছি।"