‘ব্রেকিং নিউজ’ নাটকের নায়ক নায়িকা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
Published : 08 Mar 2025, 09:47 PM
শহরের এক শীর্ষ সন্তাসীর সঙ্গে যদি অপরাধ বিষয়ক এক সাংবাদিকের প্রেম হয়ে যায়, তাহলে ঘটানাটি কী দাঁড়াবে? সেই প্রেমের পরিণতির গল্প নিয়ে আসছে নাটক ‘ব্রেকিং নিউজ’।
এবারের রোজার ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। বিজ্ঞপ্তিতে চ্যানেলটি জানিয়েছে, ইমরোজ শাওনের নির্মাণে আসছে ‘ব্রেকিং নিউজ’।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ। এতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
‘ব্রেকিং নিউজ’ নিয়ে নির্মাতা শাওন বলেন, "নাটকটির গল্প দেখা যাবে শহরের শীর্ষসন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের অপরাধ বিষয়ক সঞ্চালক ও প্রতিবেদক মারিয়াকে ঘিরে। সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার টানাপোড়েন, প্রেম ও পরাজয়ের গল্প উঠে আসবে নাটকে। নাটকে সিরিয়াস ঘটনার সঙ্গে হাস্যরস থাকায় দর্শকের নাটকটি বেশ ভালো লাগবে বলে আশা করছি।"
তৌসিফ-তটিনী ছাড়াও আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া।
নাটকের প্রযোজক ও সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, 'ব্রেকিং নিউজ'সহ রোজার ঈদে সিএমভির ব্যানারে আসছে ২০টি বিশেষ নাটক। সেগুলোর প্রচার শুরু হবে ঈদের আগের রাত থেকে।