নাটকটি প্রচার হবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে।
Published : 16 Nov 2024, 09:54 AM
স্মৃতিভ্রম রোগে আক্রান্ত এক তরুণীর গল্পের নাটক ‘যেওনা তুমি এখনি’ প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে।
বিটিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাপ্তাহিক একক নাটক হিসেবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে ‘যেওনা তুমি এখনি’ প্রচার হবে।
সারিব হাসানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।
এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া; এছাড়া আরো আছেন হোসাইন নিরব, বাবুল আহমেদ, নাজনীন হীরা, রিতু তালুকদার, রিপন গাজী ও তাসলিমা মনিসহ কয়েকজন।
নাটকের গল্পে দেখা যাবে, উত্তরায় হিমেলের বাসায় হঠাৎ এসে হাজির হয় রিমি নামের এক তরুণী; এবং রিমি নিজেকে হিমেলের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে।
রিমি এমন সব আচরণ কর যেন মনে হয় হিমেল সত্যিই তার স্বামী। ঘটনাটি জানাজানি হলে দুর্নাম ছড়াবে সেই ভয়ে চুপচাপ থাকে হিমেল।
এভাবেই বেশ কয়েকদিন চলার পর রিমিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় হিমেল। এর মধ্যেই একদিন রিমির আসল স্বামী কামাল এসে জানায় যে তার স্ত্রী ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমে আক্রান্ত।