জাংকুকের ‘গোল্ডেন’ অ্যালবাম ৬০ হাজার ইউনিট বিক্রি হওয়ায় এই তরুণ গায়ক তাদের দেশের প্রথম কোনো শিল্পী হিসেবে এই সার্টিফিটেক পেয়েছেন।
Published : 02 Sep 2024, 01:19 PM
প্রথম কোনো কোরিয়ান গায়ক হিসেবে ব্রিটেনের সিলভার সার্টিফিকেট পেল জনপ্রিয় কে-পপ বিটিএসের গায়ক জাং কুক।
সম্পি ডটকম লিখেছে, ব্রিটিশ ফনোগ্রাফিক ইন্ডাস্ট্রি-বিপিআই বলছে জাং কুক তার প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’র জন্য সিলভার সার্টিফিকেট অর্জন করেছেন।
বিপিআইয়ের নিয়মানুযায়ী কোনো অ্যালবাম যদি ৬০ হাজার ইউনিট বিক্রি হয় তাহলে সেটি সিলভার সার্টিফিকেট পায়; আর একক গান ২ লাখ ইউনিট বিক্রি হলেও এই সনদ পায়।
জাং কুকের ‘গোল্ডেন’ অ্যালবাম ৬০ হাজার ইউনিট বিক্রি হওয়ায় এই তরুণ গায়ক তাদের দেশের প্রথম কোনো শিল্পী হিসেবে এই সার্টিফিটেক পেয়েছেন।
'Golden', the album by Jung Kook, is now #BRITcertified Silver pic.twitter.com/LCzNs4GnAV
— BRIT Awards (@BRITs) August 30, 2024
এর আগে গত বছর ১৪ জুলাই জাং কুকের একক গান ‘সেভেন’ প্রকাশ হওয়ার পর স্পটিফাইতে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছিল।
পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে ছিল ‘সেভেন’।
এছাড়া বিলবোর্ডের একক গানের তালিকাতেও শীর্ষে জায়গা করে নিয়েছিল ‘সেভেন’।
'Golden', the album by Jung Kook, is now #BRITcertified Silver pic.twitter.com/LCzNs4GnAV
— BRIT Awards (@BRITs) August 30, 2024
বিটিএসে জাং কুক যোগ দেন মাত্র ১২ বছর বয়সে। সাতাশে পৌঁছনো এই বিটিএস তারকা আরো বহু আগেই খ্যাতি ছড়িয়েছেন।
‘বিগিন’, ‘ইউফোরিয়া’ থেকে ‘ড্রিমারস’, এক দশকের ক্যারিয়ারে একের পর এক হিট গানে নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়।