নতুন ঘোষণা অনুযায়ী অ্যাকাডেমি আগামী ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন প্রকাশের তারিখ ঠিক করেছেন।
Published : 15 Jan 2025, 04:28 PM
সপ্তাহ গড়ালেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের গতি কমছে না; এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী অ্যাকাডেমি আগামী ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন প্রকাশের তারিখ ঠিক করেছে।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমার তালিকা এবং নির্মাতা ও পাত্রপাত্রীদের নাম জুরিরা ঠিক করে থাকেন বছরের শুরুতে। এ কাজে তাদের ভোটদানের প্রক্রিয়াতে যেতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের আগুন এবার বাধ সেধেছে এই কাজে।
একাডেমির সিইও বিল ক্রামার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন, "আগুনের প্রভাবে এবং আমাদের চলচ্চিত্র এবং শিল্প সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাডেমি সবসময়ই চলচ্চিত্র শিল্পের সঙ্গে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আছে এবং আমরা বিপর্যয় মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
“লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তাই আমরা মনে করি আমাদের ভোটের সময়কাল বাড়ানো প্রয়োজন। তাই আমাদের মনোনয়ন ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে।"
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী ২মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর হবে। ওই তারিখ ধরে ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। গত ৭ জানুয়ারিতে দাবানল শুরু হয়ে ভয়াবহ মাত্রায় পৌঁছুলে, প্রথম দফায় মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়।
এখন ২৩ জানুয়ারি মনোননয় ঘোষণাকে সামনে রেখে অ্যাকাডেমির সদস্যদের ভোটদানের শেষ তারিখ ঠিক করা হয়েছে ১৪ জানুয়ারি।
পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। ১২ জানুয়ারি এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।
সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দ্য হলিউড রিপোর্টার লিখেছে, আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসছে।সেখানে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়ায় এই পুরস্কার অনুষ্ঠান আদৌ আয়োজন করা সম্ভব কী না তা নিয়ে সংশয়ে পড়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের কিছু অংশ ধ্বংস করে দেওয়া দুইটি ব্যাপক দাবানলের সীমা চরম পরিস্থিতি সত্ত্বেও মঙ্গলবার আর বাড়তে দেননি দমকল কর্মীরা।
যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্য ও দু’টি বিদেশি রাষ্ট্রের প্রায় ৮৫০০ দমকল কর্মী লস অ্যাঞ্জেলেসের দাবানলগুলো বিরুদ্ধে লড়াই করছেন।
এই দাবানলের থাবায় ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রায় সমপরিমাণ এলাকা ধ্বংস হয়ে গেছে।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা।
অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, বেন অ্যাফ্লেক এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টালসহ বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের ময়নাতদন্ত দপ্তর জানিয়েছে, দাবানলে মঙ্গলবার আরও একজনের মৃত্যু হয়েছে আর এতে মোট মৃত্যুর সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।
দাবানলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া ঘরবাড়ি ও স্থাপনার সংখ্যা ১২ হাজারেই স্থির রাখা সম্ভব হয়েছে।
দাবানল: পেছাতে পারে গ্র্যামি'র আসর